রবিবার, ১৬ জুন ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কোরবানির পশুর গাড়ি আটকে চাঁদাবাজি : ৫ পুলিশ সদস্য বরখাস্ত আড়াই লাখ মানুষকে ফিরিয়ে দিলো সৌদি আরব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট এখনো কমেনি রাঙ্গামাটিতে ব্জ্রপাতে নিহত ৪ টাঙ্গাইলে জোড়া খুন; জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন সরে গেছে মিয়ানমারের যুদ্ধজাহাজ, বিস্ফোরণের শব্দও আসছে না যেকোনও সময় পড়ে যেতে পারে মোদি সরকার: খাড়গে নৌপথে নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে কোস্টগার্ডের টহল তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত, ডুবে গেছে ফসলি জমি শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৭৬তম সভা অনুষ্ঠিত ডরিনের পাশে যারা ছিলেন তাদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে ১৩ নির্দেশনা সিলেটে ১৩ ট্রাক ভারতীয় চিনি জব্দ মালয়েশিয়ায় অ্যাথলেটিক্সে বাংলাদেশের সোনা জয় পদ্মা সেতুতে একদিনে পৌনে ৫ কোটি টাকার টোল আদায় বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আজারবাইজানের প্রতি আহ্বান ঈদ উপলক্ষ্যে ৮ হাজার আউটলেটে জিপি স্টারদের জন্য বিশেষ সুবিধা হাট ঘুরে ক্রেতা বিক্রেতাদের খোঁজ-খবর নিলেন মেয়র হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়ার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর বাসার লিফটে কর্মকর্তাকে মারধর

বাধা এখন কামিন্স-অ্যাগার জুটি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ১২৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাট করছে অস্ট্রেলিয়া।

স্কোর: চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ৬৭ ওভারে ১৯৩/৮।

মিরপুরে বৃষ্টির বাগড়া: চা বিরতির সময় মিরপুরে বৃষ্টি বাগড়া দিয়েছে। বিরতির পর খেলা শুরু হতে তাই দেরি হচ্ছে।

কামিন্স-অ্যাগারের প্রতিরোধ:
বাংলাদেশের লিড নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন প্যাট কামিন্স ও অ্যাশটন অ্যাগার। চা বিরতি পর্যন্ত দুজন নবম উইকেটে ৪৯ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৯৩ রান। কামিন্স ২৫ ও অ্যাগার ২২ রানে অপরাজিত আছেন। ২ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের থেকে ৬৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

কামিন্সকে জীবন দিলেন শফিউল: এক বল আগেই সাকিবকে ছক্কা মেরেছিলেন প্যাট কামিন্স। এক বল পর আবার উড়িয়ে মারতে গেলেন। কিন্তু বল উঠে গেল আকাশে। সুইপার কাভার থেকে দৌড়ে এসে বল হাতে নিয়েছিলেন শফিউল ইসলাম, কিন্তু ধরে রাখতে পারেননি। ১১ রানে জীবন পান কামিন্স।

সাকিবের স্পিনে বিভ্রান্ত ম্যাক্সওয়েল: সাকিবের বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু সাকিবের ঝুলিয়ে দেওয়া বলে বিভ্রান্ত হয়ে মুশফিকের হাতে স্টাম্পড হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ইনিংসে এটি সাকিবের তৃতীয় শিকার। ম্যাক্সওয়েল ২৩ রান করে ফেরার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৪৪!

লাঞ্চের পরই ওয়েডকে ফেরালেন মিরাজ:
লাঞ্চ বিরতির পর প্রথম ওভারেই ম্যাথু ওয়েডকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ওয়েড করেছেন ৫। ম্যাক্সওয়েলের সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত রিভিউ নেননি ওয়েড। কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেছে, রিভিউ নিলে বেঁচে যেতেন তিনি! মিরাজের বলটা বাঁহাতি ব্যাটসম্যানের লেগ স্টাম্প মিস করেছে। ওয়েডের বিদায়ের সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ১২৪ রান।

প্রথম সেশন বাংলাদেশের, বিপদে অস্ট্রেলিয়া:
দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিনের শুরুতেই বিপজ্জনক স্টিভ স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। পঞ্চম উইকেটে ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্বের পঞ্চাশোর্ধ জুটিটা বাংলাদেশের গলার কাঁটা হয়ে গিয়েছিল। লাঞ্চের আগে এই দুজনকে ফিরিয়ে সেই কাঁটা সরিয়েছেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান। লাঞ্চের আগে ১২৩ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। ৪ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের থেকে এখনো ১৩৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

ফিরেই রেনশকে ফেরালেন সাকিব: আক্রমণে এসেই এক প্রান্ত আগলে রাখা ম্যাট রেনশকে ফিরিয়েছেন সাকিব আল হাসান। লাঞ্চের আগে শেষ ওভারে সাকিবের প্রথম বলেই প্রথম স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ওপেনার (৪৫)। দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচ তালুবন্দি করেন সৌম্য। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ৬ উইকেটে ১১৭।

কাঁটা সরালেন তাইজুল: পঞ্চম উইকেটে ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্বের পঞ্চাশোর্ধ জুটিটা বাংলাদেশের গলার কাঁটা হয়ে গিয়েছিল। হ্যান্ডসকম্বকে ফিরিয়ে সেই কাঁটা সরিয়েছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান (৩৩)। তার বিদায়ে ভাঙে ৬৯ রানের জুটি। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ৫ উইকেটে ১০২। এক প্রান্তে ৪২ রানে অপরাজিত ওপেনার রেনশ।

রেনশ-হ্যান্ডসকম্বে প্রতিরোধ: ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্বের ব্যাটে প্রতিরোধ গড়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেটে দুজন পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েছেন।

রিভিউ নিয়ে বাঁচলেন রেনশ: ইনিংসের ১৬তম ওভারে মিরাজের বলে ম্যাট রেনশকে ক্যাচ আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান অস্ট্রেলিয়ান ওপেনার। বল তার ব্যাটের স্পর্শ ছাড়াই প্যাডে লাগে। এলবিডব্লিউও হয়নি বলটি স্টাম্পের বাইরে ছিল বলে।

বিপজ্জনক স্মিথকে ফিরিয়ে শুরু: আগের দিনই সাকিব আল হাসান বলেছিলেন, তাদের সামনে বড় বাধা এখন স্টিভ স্মিথ। সেই বিপজ্জনক স্মিথকে দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারের বল এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন অসি অধিনায়ক (৮)। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ৪ উইকেটে ৩৩।

এগিয়ে বাংলাদেশ: ঢাকা টেস্টের প্রথম দিন শেষে কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম দিনে মোট ১৩ উইকেটের পতন হয়েছে। ১০ রানেই ৩ উইকেট হারানো বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ২৬০ রান। জবাবে দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮ রান। ম্যাট রেনশ ৬ ও অধিনায়ক স্টিভ স্মিথ ৩ রান নিয়ে মিরপুরে সোমবার দ্বিতীয় দিন শুরু করেন। ২৪২ রানে পিছিয়ে থাকা সফরকারীদের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com