রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়াদ আলী (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ৬টার দিকে পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোড ৬০ ফিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজ জানান, সকালের দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, পাথর ভর্তি একটি দ্রুতগামী ট্রাকের ওপরে ছিলেন ওই শ্রমিক। হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ট্রাকটির চাপায় তিনি পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত ইয়াদ আলী শেরপুর জেলা শ্রীবরদী উপজেলার হালগড়া গ্রামের মো. সুমেজ আলীর সন্তান। বর্তমানে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন পশ্চিম আব্দুল্লাহপুর এলাকায় থাকতেন। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম।
বাংলা৭১নিউজ/এসএইচ