রাঙামাটির বাঘাইছড়িতে আঞ্চলিক দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকে থেমে থেমে উভয় গ্রুপে ব্যাপক গুলিবিনিময় হয়।
বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সশস্ত্র গ্রুপ মুখোমুখি হলে উভয়ে সংঘর্ষে লিপ্ত হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
জানা যায়, আধিপত্য বিস্তার ও এলাকা দখল নিয়ে সকাল থেকে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় ওই দুটি সশস্ত্র গ্রুপ। এ সময় উভয় গ্রুপের মধ্যে অন্তত শতাধিক রাউন্ড গুলিবিনিময় ঘটে। এর দুদিন আগে বুধবার রাতে পাশের উপজেলা লংগদুর ছোট কাট্টলী মৌন এলাকায় উভয় গ্রুপের বন্দুকযুদ্ধে ইউপিডিএফ কর্মী শ্যামল চাকমা নিহত হয়েছেন।
তার প্রতিশোধ নিতেই উভয়ে ফের বন্দুকযুদ্ধে লিপ্ত হয় স্থানীয়দের ধারণা। গোলাগুলিতে উভয় গ্রুপের একাধিক কর্মী নিহতের খবর শোনা গেলেও ঘটনাস্থল গিয়ে লাশের কোনো সন্ধান পায়নি পুলিশ। খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা গিয়ে হাজির হলে তার আগেই ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় উভয় গ্রুপের অস্ত্রধারীরা।
বাঘাইছড়ি থানার এসআই তমাশ বড়ুয়া ঘটনাস্থল থেকে বলেন, খবর পেয়ে আমরা সকালে পুলিশ ও নিরাপত্তা বাহিনীসহ একটি দল ঘটনাস্থল যাই। এলাকাটি উপজেলা সদর থেকে অনেক দুর্গম। তাই সকাল থেকে সেখানে পৌঁছাতে অনেক বেগ পেতে হয়েছে। স্থানীয়দের কাছ থেকে গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর শুনলেও ঘটনাস্থলের আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/আরএম