বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট ফিল্ম সোসাইটির ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুনিজন সন্মাননা অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় শহরের সাংষ্কৃতিক ফাউন্ডেশন মিলানায়তনে ফিল্ম সোসাইটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোশাররফ হোসেন, চলচিত্র নির্মাতা ও গুনিজন শহীদ রায়হান ও গুনিজন প্রায়ত চলচ্চিত্র নির্মাতা মহিদুল ইসলামের মেয়ে নওশীন ইসলাম দীশা ।
আলোচনা শেষে চলচ্চিত্র নির্মাতা মহিদুল ইসলামকে মরনোওর ও আরেক চলচিএ নির্মাতা ও গুনিজন শহীদ রায়হানকে সন্মাননা প্রদান করা হয়। এসময় প্রয়াত চলচ্চিত্র নির্মাতা মহিদুল ইসলামে পক্ষে তার মেয়ে নওশীন ইসলাম দীশা মরনোওর এ সম্মাননা গ্রহন করেন।পরে ক্ষুদে চলচিএ নির্মিাতাদের ১ মিনিট করে ১০ চলচিএ প্রদর্শন করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস