শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইউক্রেন সীমান্তে উত্তর কোরিয়ার ৮ হাজার সেনা: যুক্তরাষ্ট্র জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের সংঘর্ষ, যুবক নিহত নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন সাত কলেজের অধিভুক্তি বাতিলে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম ‘বিএনপি কেন চুপ্পুকে রাখতে চায় আমি কোনো যুক্তি খুঁজে পাই না’ বাহুবলে ৯০০ বস্তা ভারতীয় চিনি জব্দ জামায়াত য‌দি ভুল ক‌রে, তা তু‌লে ধর‌তে হ‌বে চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিল সরকার যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিলেন ৬ কোটি ভোটার, হ্যারিস এগিয়ে বকেয়া না পেয়ে বাংলাদেশে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল আদানি নিখোঁজের একদিন পর হানিফ ফ্লাইওভারে মিলল গাড়িচালকের মরদেহ ৩ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে: জ্বালানি উপদেষ্টা চট্টগ্রামে সুপারি রাখার গর্তে নেমে ২ ভাইয়ের মৃত্যু সর্বক্ষেত্রে নেতৃত্বে আসার জন্য তরুণরা প্রস্তুতি নিচ্ছে : নাহিদ আগামী প্রজন্মকে দূষণমুক্ত খাল-নদী দেখাতে হবে : পানিসম্পদ উপদেষ্টা সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে আর্থিক সহায়তা, জনপ্রতি ৫ লাখ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে হাসিনার অন্যায়ের প্রতিবাদে মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন জিএম কাদের এস আলমের সময়ে নিয়োগ পাওয়া ৫৮৯ জনকে চাকরিচ্যুত করলো এসআইবিএল

বাকেরগঞ্জে পরিসংখ্যান অফিসে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে হামলা ভাঙচুর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ ভবনের নীচ তলায় থাকা ওই অফিসের আসবাবপত্র ভাঙচুরের পর অফিসের একটি কক্ষের দরজায় তালা ঝুলিয়ে এক কর্মচারীকে অবরুদ্ধ করে রাখে তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ কর্মচারীকে উদ্ধার করেন।

উপজেলা পরিসংখ্যান অফিস ভাঙচুরের সত্যতা স্বীকার করলেও জড়িতদের পরিচয় জানেন না দাবি করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী কর্মচারী চেইনম্যান শামসুজ্জামান বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়ার নেতৃত্বে ১৫/২০ জন নেতাকর্মীসহ তার কাছে পরিসংখ্যান অফিসের চাবি চায়। এক পর্যায়ে তার কাছ থেকে জোরপূর্বক চাবি ছিনিয়ে নিয়ে দরজা খুলে অফিসের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এ সময় পরিসংখ্যান অফিসের সহকারী কর্মকর্তা মো. আকতার হোসেনকে খুঁজে না পেয়ে তাকে (সহকারী কর্মকর্তা) অকথ্য ভাষায় গালাগাল করে তারা। ভাঙচুর শেষে তাকে (শামসুজ্জামান) অফিসের একটি কক্ষে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় তারা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে গিয়ে তাকে ওই কক্ষ থেকে উদ্ধার করেন।

উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের একাধিক কর্মচারী বলেন, পরিসংখ্যান কার্যালয়ের অধীন গণশুমারি ও গৃহগননায় অস্থায়ী ভিত্তিতে ৩০০ লোক নিয়োগ করা হবে। তারা ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় ১০ দিন কাজ করবেন। নিয়োগের জন্য গত সোমবার পরিসংখ্যান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে মঙ্গলবার সকালে এর তালিকা অফিসের কক্ষে সামনে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়া হয়। কিন্তু ওই তালিকায় ছাত্রলীগের সুপারিশকৃতদের নাম না থাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়ার নেতৃত্বে এই ভাঙচুর চালানো হয়। এমনকি নোটিশ বোর্ডের নোটিশও ছিড়ে ফেলে তারা।

সাইফুল ইসলাম পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান ডাকুয়ার ভাইয়ের ছেলে। এ কারণে তার দাপটে বাকেরগঞ্জের সবাই তটস্থ থাকেন বলে অভিযোগ রয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, ভাঙচুরের সময় তিনি উপজেলা পরিষদে একটি জরুরি সভায় ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ কর্মচারীকে উদ্ধার করেন। এ কারণে কারা ভাঙচুর করেছে তা বলতে পারছেন না। বাকেরগঞ্জে পরিসংখ্যান কর্মকর্তা না থাকায় বরিশালের পরিসংখ্যান কর্মকর্তা গোলাম মোস্তফা সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তার সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পরিসংখ্যান আফিসে হামলা-ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম চুন্নু বলেন, পরিসংখ্যান অফিসে হামলা-ভাঙচুরের খবর তিনি শুনেছেন। এটা কাম্য নয়।
উপজেলা চেয়ারম্যান বলেন, উপজেলা পর্যায়ে তিনি প্রধান ব্যক্তি হওয়ার পরও তাকে এই নিয়োগের বিষয়ে কিছুই জানানো হয়নি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারাও ভুল করেছেন বলে দাবি উপজেলা চেয়ারম্যানের।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া তার নেতৃত্বে ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন, ওই সময় তিনি পৌর শহরের সাহেবগঞ্জে ২১ ফেব্রুয়ারীর পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় ছিলেন। ভাঙচুরের সাথে তিনি কিংবা তার দলের কেউ জড়িত নয় বলে তিনি দাবি করেন।

বাংলা৭১নিউজ/আরএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com