রবিবার, ১৬ জুন ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কোরবানির পশুর গাড়ি আটকে চাঁদাবাজি : ৫ পুলিশ সদস্য বরখাস্ত আড়াই লাখ মানুষকে ফিরিয়ে দিলো সৌদি আরব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট এখনো কমেনি রাঙ্গামাটিতে ব্জ্রপাতে নিহত ৪ টাঙ্গাইলে জোড়া খুন; জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন সরে গেছে মিয়ানমারের যুদ্ধজাহাজ, বিস্ফোরণের শব্দও আসছে না যেকোনও সময় পড়ে যেতে পারে মোদি সরকার: খাড়গে নৌপথে নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে কোস্টগার্ডের টহল তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত, ডুবে গেছে ফসলি জমি শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৭৬তম সভা অনুষ্ঠিত ডরিনের পাশে যারা ছিলেন তাদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে ১৩ নির্দেশনা সিলেটে ১৩ ট্রাক ভারতীয় চিনি জব্দ মালয়েশিয়ায় অ্যাথলেটিক্সে বাংলাদেশের সোনা জয় পদ্মা সেতুতে একদিনে পৌনে ৫ কোটি টাকার টোল আদায় বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আজারবাইজানের প্রতি আহ্বান ঈদ উপলক্ষ্যে ৮ হাজার আউটলেটে জিপি স্টারদের জন্য বিশেষ সুবিধা হাট ঘুরে ক্রেতা বিক্রেতাদের খোঁজ-খবর নিলেন মেয়র হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়ার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর বাসার লিফটে কর্মকর্তাকে মারধর

বাইশ বছর পর দেশে ফিরে প্রাণ দিতে হলো প্রতিপক্ষের হাতে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ১০২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২২ বছর পর দেশে ফিরে এসে খুন হয়েছেন থাইল্যান্ড এক প্রবাসী। সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মধ্যপাড়ায় এ খুনের ঘটনা ঘটে। তিনি উপজেলা শাহজাদাপুর গ্রামের মৃত করম আলীর ছেলে আব্দুর রহমান (৪২)।

 

স্থানীয় এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহমান স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গত ২২ বছর ধরে থাইল্যান্ডে বসবাস করছিলেন । ঘটনার প্রায় এক মাস পূর্বে স্ত্রী ও দুই মেয়েকে থাইল্যান্ডে রেখে দেশ বেড়াতে আসেন আব্দুর রহমান । তার বড় ভাই জিতু রহমানের পুত্র মোবারক (২৫) গত ২০ ফেব্রুয়ারী একই গ্রামের মধ্যপাড়ার হাবিবুর রহমানের মেয়ে শরমিন আক্তারকে (২২) নিয়ে প্রেম ঘটিত কারনে পালিয়ে যায়। এ ঘটনায় হাবিবুর রহমান ও তার লোকজন মোবারক ও তার আত্বীয়-স্বজনের উপর ক্ষুদ্ধ হয়ে তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। গত ২৭ ফেব্রুয়ারী প্রবাসী আব্দুর রহমান এলাকার একটি মাহফিলে ওয়াজ শোনতে যায় এবং রাত সাড়ে ১২টায় আব্দুর রহমান শাহজাদাপুর বাজার থেকে বাড়ি ফিরে যাওয়ার পথে মধ্যপাড়াপু কুরপাড়ে পৌছঁলে হাবিবুর রহমান ও তার লোকজনের অতর্কিত হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় মারা যান। এ খবর উপজেলা শাহজাদাপুরে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। পূর্ব শুত্রুতার জের ধরে আব্দুর রহমানকে খুন করা হয়েছে বলে তার আত্মীয়স্বজন জানান।

 

 

এ খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে নিহতের পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে আইনগত পদক্ষেপ গ্রহন করবেন বলে আত্মীয়স্বজনসহ এলাকাবাসীকে আস্তক রেন ।

এ ব্যাপারে সরাইল থানার অফিসারই নচার্জ (ওসি) মো: মফিজ উদ্দিন ভূইয়া চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান নিহত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, প্রবাসীর বিদেশ থেকে আনা একটি মোবাইল আসামীরা ছিনিয়ে নিয়ে যায় । পরে মোবাইলটি ফেরত চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় । এরই সাথে পুর্ব শ্রত্রুতা ও যোগ হয় । ঘটনার দিন প্রবাসী আব্দুর রহমান রাতে একটি মাহফিল থেকে বাড়ি ফিরার পথে ধারালো-অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করলে গুরুত্ব আহত হয় । তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে সদর হাসপাতালে এবং পরে অবনতি হলে ঢাকা ভতি করা হয় । অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । এ ব্যাপারে সরাইল থানায় এঘটনায় পূর্ব থেকেই ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছিল। লাশে ময়না তদন্ত করে আইনি প্রক্রি য়ায় পদক্ষেপ নেওয়া হবে এবং আসামীদেরকে গ্রেফতার করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com