বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির চালের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা সাময়িক: শেখ বশিরউদ্দীন অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি

বাংলাদেশ আর কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না

ফরিদপুর প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা অবশ্যই চট করে বাংলাদেশে আসবেন। এসে সরাসরি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন। এরপর সেখান থেকে সরাসরি ফাঁসির মঞ্চে দাঁড়াবেন।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ফরিদপুরে ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলন ফরিদপুর জেলার উদ্যোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ‘ফ্যাসিবাদ ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রক্লামেশন অব জুলাই রেভুলেশন’-এ জনআকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এ ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

সারজিস আলম বলেন, আন্দোলনের সময় আমাদের এ ভাবনা ছিল বাংলাদেশের দুটি জেলা স্বাধীন হলে বাংলাদেশ স্বাধীন হবে। তার একটি জেলা ফরিদপুর। আগস্টের ৩,৪ ও ৫ তারিখে ফরিদপুরবাসীর গণজোয়ার শেখ হাসিনার পতনের ভিত রচনা করে।

তিনি বলেন, আমাদের এই বাংলাদেশ আর কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দুমাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে তাহলে আমরা সেই পররাষ্ট্রনীতি ছুড়ে ফেলে দেব।

সারজিস আলম বলেন, আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছি। আপনারা রক্ত দিয়ে জীবন দিয়ে এ অভ্যুত্থানকে সফল করেছেন। এই অভ্যুত্থান সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি থাকতে হবে। এ অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। এই ২৪ এ যারা জীবন দিয়েছেন আমার শহীদ ভাইয়েরা। যারা রক্ত দিয়েছেন, আমাদের আহত যোদ্ধাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। 

তিনি বলেন, যেই প্ল্যাটফর্মকে সামনে রেখে ফ্যাসিবাদ বিরোধী পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ওই ঘোষণাপত্রে স্বর্ণাক্ষরে থাকতে হবে।

ওই ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ,কেন্দ্রীয় সমন্বয়ক আশরেফা খাতুন, রিফাত রশীদ, হাসিব আল ইসলাম, নাবিলা তালুকদার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফারহান হাসান প্রমুখ। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় দপ্তর সেল সম্পাদক জাহিদ হাসান।

সমাবেশে নিহত ফরিদপুরের আটজনের পরিবারের সঙ্গে কথা বলেন সমন্বয়কেরা। এ সময় তাদেরকে সান্তনা দেন তারা। তাদের পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com