মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিজ দোকানে আগুন দেখে মারা গেলেন ব্যবসায়ী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা নারীর, নিহত এক সেনা ক্যান্সারের ওষুধের কাঁচামাল আমদানির কর কমেছে খাগড়াছড়িতে দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে গৃহবধূ নিহত ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বেড়েছে আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত ‘মুক্তিযুদ্ধ’: ফারুকী আইন সংশোধনের পরই সীমানা নির্ধারণে কাজ শুরু করবে ইসি সূতিভোলা খাল দখলমুক্ত করতে ৯ মার্চ থেকে ডিএনসিসির অভিযান কারো লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে : প্রধান উপদেষ্টা ইইউর কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ : ক‌মিশনার লাহ‌বিব প্রথম কর্মসূচিতে স্মৃতিসৌধ ও রায়েরবাজারে শ্রদ্ধা জানাবে এনসিপি ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার নিয়ে ট্রাম্পের দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় বিসিআইসির নতুন চেয়ারম্যান মো. খায়রুল কবীর কক্ষ নম্বর ৪০২ : ছেলেকে বিদায় জানাতে এসে চিরবিদায় নিলেন বাবা দিনাজপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ লালমাটিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল দাহ, অপসারণ দাবি অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি শহীদের রক্তের সঙ্গে বেইমানি হয় এমন কাজ কেউ যেন না করি সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ইইউ প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

বাংলাদেশে সাংস্কৃতিক পুনর্জাগরণ, এক নতুন দিগন্ত: প্রেস সচিব

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ফলে দেশের সংস্কৃতি ও সৃজনশীলতার নবযাত্রা শুরু হয়েছে। এ নবযাত্রা সংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং বিশ্বদরবারে নতুন এক পরিচিতি গড়ে তুলবে।

দেশজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড সংগীত, বাউল গান, নৃত্য, থিয়েটার, চলচ্চিত্র, ভার্চুয়াল রিয়েলিটি প্রদর্শনীসহ নানা আয়োজনের মাধ্যমে এক উৎসবমুখর আবহ তৈরি করা হয়েছে।

তিনি জানান, সংস্কৃতি মন্ত্রণালয় সম্প্রতি ইকোনমিস্ট কান্ট্রি অব দ্য ইয়ার স্বীকৃতিকে কেন্দ্র করে একটি দুর্দান্ত কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করেছে, যা দেশ-বিদেশে সরকারের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এবারের একুশে পদক শুধু একটি পুরস্কার হিসেবে সীমাবদ্ধ থাকেনি বরং এর মাধ্যমে সরকারের রাজনৈতিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটানো হয়েছে। এটি আমাদের ঐতিহ্য ও চেতনার সঙ্গে সাংস্কৃতিক উন্নয়নের গভীর সংযোগ তৈরি করেছে।

শফিকুল আলম জানান, জাতীয় জাদুঘরের আধুনিকায়নে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুমের নেতৃত্বে জাতীয় জাদুঘরের গভর্নিং বডি পুনর্গঠন করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে এটিকে আধুনিক ও কার্যকর একটি জাদুঘরে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দেশি-বিদেশি দর্শনার্থীদের আকর্ষণ করবে।

তিনি আরও জানান, ‘রিমেম্বারিং মনসুন রেভোলিউশন’ কর্মসূচির আওতায় সারাদেশে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করা হবে, যা আমাদের ‘জুলাই ন্যারেটিভ’ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, আটটি থিয়েটার দলের মাধ্যমে আটটি নতুন প্রযোজনা তৈরি করা হচ্ছে, যা একইভাবে আমাদের জুলাই ইতিহাসকে নতুনভাবে তুলে ধরবে।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় রক ব্যান্ডগুলোর মাধ্যমে একটি বিশেষ রক অ্যালবাম তৈরির কাজ শুরু হয়েছে। পহেলা বৈশাখে মানিক মিয়া অ্যাভিনিউতে এক বর্ণাঢ্য রক কনসার্টের মাধ্যমে এই অ্যালবামের উদ্বোধন করা হবে।

প্রেস সচিব বলেন, বিশ্বব্যাপী সংস্কৃতি নীতি ও সৃজনশীল অর্থনীতির সমন্বিত বিকাশের দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশেও একটি আধুনিক ও কার্যকর কালচারাল পলিসি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক খসড়া প্রস্তুত হওয়ার পর এটি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে শেয়ার করা হবে, যাতে তাদের মতামত অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ নীতি প্রণয়ন করা যায়।

বাংলা একাডেমিকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সংস্কার কমিটি গঠনের কাজ চলছে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই কমিটি গঠিত হবে, যেখানে প্রবীণ ও নবীন লেখক, গবেষক, এবং বুদ্ধিজীবীরা যুক্ত থাকবেন।

তিনি আরও বলেন, কক্সবাজারকে একটি গুরুত্বপূর্ণ কালচারাল হাব হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে, যার জন্য একটি কনসেপ্ট নোট তৈরি করা হচ্ছে। পাশাপাশি ঐতিহ্যবাহী পানামনগরকে কালচারাল ক্যাপিটাল ঘোষণা করে তার সংস্কার ও পুনর্জীবনের জন্যও একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং একটি কনসেপ্ট নোটের কাজ চলছে।

বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের ইউনেস্কোর সদর দপ্তরে শেষ হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তীর দুদিনের বিশেষ অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্যারিসে অবস্থিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো এ রজতজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে নবীন-প্রবীণ মিলিয়ে একটি কালচারাল ট্রুপ পারফরম্যান্স অংশ নেবেন। ইউনেস্কোর এই বিশ্বমঞ্চে লালন, রেপ সংয়ের পাশাপাশি চার ভাষায় আমার ভাইয়ের রক্তে রাঙানো পরিবেশিত হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com