সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে

বাংলাদেশে ভিসার কান্ট্রি ম্যানেজার হলেন সৌম্য বসু

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৬ বার পড়া হয়েছে

পেমেন্ট প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা আইএনসি (এনওয়াইএসই: ভি) সৌম্য বসুকে বাংলাদেশে তাদের কান্ট্রি ম্যনেজার পদে নিযুক্ত করার ঘোষণা দিয়েছে। সৌম্য বাংলাদেশ, নেপাল এবং ভুটানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করবেন এবং এই অঞ্চলে ভিসার লিডারশিপ টিমে কাজ করবেন।

গত বছরের শেষে ভিসা বাংলাদেশে তাদের কান্ট্রি লিয়েসন অফিস স্থাপনের পরিকল্পনা ঘোষণা করে। এর মাধ্যমে ভিসার ঢাকা ভিত্তিক একটি আলাদা টিম থাকবে, যা সৌম্যর নেতৃত্বে পরিচালিত হবে। এছাড়াও, প্রতিষ্ঠানটি সারাদেশে ডিজিটাল পেমেন্টের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সাথে সাথে বংলাদেশি গ্রাহকদের জন্য নতুন পরিষেবাদি চালু করবে।

সৌম্য ২০১৬ সাল থেকে ভিসার সাথে কাজ করছেন এবং দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক কৌশল এবং নানা কার্যক্রমের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তার এই অভিজ্ঞতা বাংলাদেশে সিদ্ধান্ত প্রণয়নকারী এবং খাত সংশ্লিষ্ট অংশীদারদের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গঠনে এবং সম্পর্ক বিস্তারে ভিসাকে সহায়তা করবে। যার মধ্যে থাকবে ব্যাংক, ফিনটেক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যবসায়ী ও প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

ভিসায় যোগদানের পূর্বে সৌম্য ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান যেমন- টাটা গ্রুপ, ক্রিসিল এবং ডায়বল্ড নিক্সডর্ফের ব্যবস্থাপনায় কাজ করেছেন। এই অঞ্চলে এসব প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি এবং ব্যবসায়িক বিকাশের ক্ষেত্রে তার অসামান্য ভূমিকা রয়েছে।

এ নিয়ে ভারত এবং দক্ষিণ এশিয়ার ভিসার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টি আর রমাচন্দ্রন বলেন, ‘সৌম্য বসুকে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পদে নিযুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সৌম্য গত পাঁচ বছর ধরে বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন।

আমাদের বিশ্বাস বাংলাদেশের পেমেন্ট ল্যান্ডস্কেপ সম্পর্কে তার অগাধ জ্ঞান, তার উপস্থিতিতে ক্লায়েন্টদের সাথে সম্পর্কের দৃঢ়তা, বাজারে আমাদের শীর্ষস্থান অটুট রাখতে সাহায্য করবে। এরই সাথে আমরা দেশের ডিজিটাল যাত্রায় অর্থবহ ভূমিকা পালন করতে সক্ষম হবো।’

বাংলাদেশ, নেপাল এবং ভুটানের নবনিযুক্ত কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু তার এই নিযুক্তি সম্পর্কে বলেন, ‘ভিসা আমাকে এমন দারুণ একটি সুযোগের জন্য নির্বাচিত করায় আমি সত্যিই খুব আনন্দিত। বিগত কয়েক বছর ধরে আমাদের ক্লায়েন্ট, নিয়ন্ত্রক এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করার পরে আমরা এখন বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভিসার অগ্রণী ভূমিকা সম্পর্কে সচেতন।

নতুন পদে নিযুক্ত হয়ে আমি বাংলাদেশি ডিজিটাল পেমেন্ট প্রফেশনালদের নিয়ে টিম গড়ে তোলার পাশাপাশি বিশ্বমানের ডিজিটাল পেমেন্ট পণ্য এবং সমাধান নিয়ে আসার মাধ্যমে এদেশে একটি সমৃদ্ধ ঐতিহ্য গড়ে তোলার পরিকল্পনা করছি’। সংবাদ বিজ্ঞপ্তি।

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com