শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দুদিন পর ঢাকার আকাশে সূর্যের দেখা ঢাকায় সেনাবাহিনীর অভিযানে ১৯ চাঁদাবাজ-ছিনতাইকারী গ্রেফতার লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২ দিনে নিহত ১৩৮ এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের ডাকসু নিয়ে আমরা অনেক আগ্রহী : ঢাবি উপাচার্য শীতার্তদের জন্য কম্বল কিনতে সরকারের বরাদ্দ ৩৪ কোটি টাকা আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে: মির্জা ফখরুল ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশে একের পর এক গুপ্তহত্যা তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার নিয়ে নাটকীয় পরিস্থিতি গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে কাজ চলছে: উপদেষ্টা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়: জামায়াত আমির রাজধানীতে ‘হট্টগোল শিশু উৎসব’ শুরু ৩ হাজার সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৭ লাখ কম্বল সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি মসজিদুল আকসার ইমাম ১০ দিনের সফরে বাংলাদেশে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী

বাংলাদেশে দশটি কয়লা বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপলোড সময় সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৪০ বার পড়া হয়েছে
কয়লা উত্তোলনে কাজ করছেন একজন নারীকর্মী

বাংলাদেশে দশটি কয়লা বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সময়মতো উৎপাদনে আসতে না পারায় প্রকল্পগুলো বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যে দশটি বিদ্যুৎ প্রকল্প বাদ দেয়া হয়েছে তার মধ্যে পাঁচটির উৎপাদন ক্ষমতা ছিল ১২শ মেগাওয়াটের বেশি।

বিদ্যুতের বিষয়ে ২০১০ সালে নেয়া মাস্টারপ্ল্যান অনুযায়ী পর্যায়ক্রমে প্রতি ৫ বছর পর পর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় বলে সরকার জানাচ্ছে।

সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রবিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সময়মতো কাজ শেষ না করতে পারায় প্লান্টগুলো বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাতিল করা প্রকল্পগুলো হলো- পটুয়াখালী ৬৬০x২ মেগাওয়াট কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট, উত্তরবঙ্গ ১২০০ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্লান্ট, মাওয়া ৫২২ মেগাওয়াট কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট, ঢাকা ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক কেন্দ্র, চট্টগ্রাম ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট, খুলনা ৫৬৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মহেশখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট, মহেশখালী ১৩২০ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আল্ট্রাসুপার কোল পাওয়ার প্লান্ট এবং সিপিজিসিবিএল ১২০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট।

বাংলাদেশে এখনো ৫টি কয়লা-ভিত্তিক বিদ্যুৎ-প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ-কেন্দ্র নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।

পরিবেশের কথা বিবেচনা করা এবং বিকল্প শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের দাবি জানিয়ে আসছেন পরিবেশ রক্ষা আন্দোলনকারী।

সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র করা নিয়ে প্রতিবাদ
সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র করা নিয়ে প্রতিবাদ 

তাদের একজন লুনা নুর। তিনি বলছেন “রামপালের দাবি থেকে আমরা এখনো সরে আসিনি, তারপর এখনকার সিদ্ধান্তের পিছনে যদি ব্যবসা বা অন্য কোন স্বার্থ থাকে থাকে তাহলে আমরা আমাদের আন্দোলন আবার শুরু করবো” বলেন তিনি।

কয়লা পরিবেশের জন্য ক্ষতিকর বলে সরকারের ওই পরিকল্পনা সংশোধনের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সংগঠন।

বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোরও পরামর্শ ছিল তাদের।

গত কয়েক বছরে আন্তর্জাতিক অনেক দাতা সংস্থাও এ বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করেছে।

জ্বালানী বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলছেন প্রকল্পগুলো সময়মত উৎপাদন শুরু করতে না পারার পিছনে কয়েকটি কারণ রয়েছে।

তিনি বলেন “অর্থায়ন একটা বড় কারণ। এছাড়া আমদানি অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সরকার দীর্ঘদিন ধরে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে”।

বাংলা৭১নিউজ/সূত্র:বিবিসি বাংলা

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com