বাংলা৭১নিউজ,ঢাকা: যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট ডেটাব্রিচ টুডেতে প্রকাশিত বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের হ্যাক হওয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ট্রাস্ট ব্যাংক। প্রকাশিত গ্রাহক তথ্য যাচাই বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক।
দেশের সাইবার নিরাপত্তায় দুর্বলতা থাকার কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলে মনে করেন আইটি বিশেষজ্ঞরা। আইটি পরামর্শক নিয়োগে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই দক্ষ জনশক্তি তৈরি’র দিকে সরকারকে নজর দেয়ার তাগিদ দিয়েছেন তারা।
গত শুক্রবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইবার নিরাপত্তা বিষয়ক একটি ওয়েবসাইটে বলা হয়, তুরস্কের একটি হ্যাকার দল বাংলাদেশের ৩টি বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকের তথ্য চুরি করেছে। বাংলাদেশ ছাড়াও নেপালের দুটি ব্যাংকের তথ্য চুরি কথাও বলা হয় সেখানে। ওয়েবসাইটটিতে বেসরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক, দ্যা সিটি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের গ্রাহক তথ্য চুরি হওয়া কথা বলা হলেও ট্রাস্ট ব্যাংক বলছে প্রকাশিত তথ্যের সঙ্গে ব্যাংকটির প্রকৃত গ্রাহক তথ্যের কোনো মিল পাওয়া যায়নি।
এদিকে ব্যাংকিং খাতে একের পর এক সাইবার হামলার কারণে শুধু এ খাতই নয়; জাতীয় নিরাপত্তার স্বার্থেই দেশে শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন আইটি বিশেষজ্ঞরা।
আইটি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, ‘সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আমাদের যেমন নিরাপত্তা থাকার কথা সেটি আমাদের ছিল না। যার কারণে আমরা পর্যায়ক্রমে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এর জন্য আমাদের সাইবার নিরাপত্তা থেকে আরও জোর দিতে হবে। না হলে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে আমাদের।’
ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা পরীক্ষা করতে নিয়মিত সাইবার অডিট করারও পরামর্শ দিলেন তিনি। আর ব্যাংকগুলো বলছে দেরিতে হলেও সচেতন হচ্ছেন তারা।
সেই সঙ্গে তুরস্ক ভিত্তিক হ্যাকার দল বোজকার্টলার বা গ্রে-উলভসের বরাত দিয়ে প্রকাশিত গ্রাহক তথ্য নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মনে করেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইসতিয়াক আহমদ চৌধুরী।
বাংলা৭১নিউজ/এসএইস