বাংলা৭১নিউজ, ঢাকা: সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম এখন ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকারের রোষানলে পড়ে সংবাদমাধ্যম পুরোপুরি শৃঙ্খলিত। একসঙ্গে এত গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ ও কয়েক হাজার সাংবাদিক বেকার থাকার ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি। দিন দিন বেকার সাংবাদিকের সংখ্যা বাড়ছে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভায় নেতৃবৃন্দ একথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, ৩০ দিন কিংবা তিন দিন কেন ৩ ঘণ্টার জন্য সংবাদপত্র বন্ধের কোন কালাকানুন করা হলে তাও সাংবাদিক সমাজ মানবে না। অনেক আন্দোলন-সংগ্রাম করে সংবাদপত্র বন্ধের কালো আইন বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম তত্ত্বাবধায়ক সরকার আমলে বাতিল করতে সাংবাদিক সমাজ বাধ্য করেছিল। তা নতুন মোড়কে ফিরিয়ে আনার যে কোন অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এমএ আজিজ, সহ-সভাপতি মুনশী আবদুল মান্নান, ডিইউজে’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম-সম্পাদক কাদের গণি চৌধুরী, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সহসভাপতি নাসিম শিকদার প্রমুখ।
সভা পরিচালনা করেন ডিইউজে’র যুগ্ম-সম্পাদক শাহীন হাসনাত। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে (একাংশ) যৌথভাবে এ আলোচনাসভার আয়োজন করে।
বাংলা৭১নিউজ/এমকিউ