শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত রাজধানীতে ৯ কোটি টাকার খাসজমি উদ্ধার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ ফেনীতে বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ৪৬ গ্রাম প্লাবিত জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান বান্দরবানে বেনজীরের সম্পত্তি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খালেদার মুক্তি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি ভাতিজির বিয়েতে যাচ্ছিলেন এসআই, রাস্তায় ফেলে কোপাল দুর্বৃত্তরা কোটা আন্দোলনের কারণে রাজধানীজুড়ে তীব্র যানজট বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ রক্ষা করে : নিখিল বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাড়াতে চাই : প্রধানমন্ত্রী বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্যাশলেস লেনদেনে প্রস্তুত করবে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষক নিয়োগ কার্যক্রম গতিশীল করতে এনটিআরসিএকে নির্দেশ জিয়া-এরশাদ-খালেদা দেশটাকে দুর্নীতিবাজ বানিয়েছে মুক্তিযুদ্ধে পুলিশের অনন্য অবদান রয়েছে : আইজিপি পেনশন স্কিমে আরও বেশি জনগণকে সম্পৃক্ত করার আহ্বান অর্থমন্ত্রীর উপজেলা চেয়ারম্যানদের ৭৭ শতাংশ ব্যবসায়ী : সুজন

বাংলাদেশকে উড়িয়ে দেয়ার হুমকি!

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০ বার পড়া হয়েছে

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম টেস্ট। পেস, নাকি স্পিনকে প্রাধান্য দিয়ে একাদশ সাজানো হবে- সেই সিদ্ধান্ত নেওয়া হবে আজ সকালে উইকেট দেখে। তবে উইকেট যেমনই হোক, পেসেই বাংলাদেশকে উড়িয়ে দেয়ার হুমকি দিলেন ক্যারিবিয়ান দলপতি ক্রেইগ ব্রাথওয়েট। বললেন, ওয়ানডের মতো টেস্ট সিরিজ একপেশে হবে না। তবে নিজেরাও বড় হুমকি হিসেবে দেখছেন সাকিবকেই।

হুমকি-ধমকি যাই দেয়া হোক না কেন, ম্যাচের আগে যত আলোচনা সব জহুর আহমেদ চৌধুরীর রহস্যময় উইকেটকে ঘিরেই। টাইগার শিবিরে রয়েছেন যে পাঁচ পেসার, তবে কি ভিন্ন পরিকল্পনা মোমিনুলদের! বরাবরই ঘরের মাঠে স্পিন বিষে প্রতিপক্ষকে নীল করা বাংলাদেশ কি তবে হাঁটবে বাউন্সি পথে, সেটা এখন শুধু দেখার অপেক্ষা।

অবশ্য ক্যারিবিয়ান দলপতি এমনটা মনে করছেন না। তাইতো স্পিনের বিরুদ্ধে তাদের প্রস্তুতিটাও নাকি হয়েছে জুতসই। আর বোলিংয়ে ভরসা রাখতে চান ক্যারিবিয়দের চিরন্তন শক্তির জায়গা- পেসেই।

উইন্ডিজ অধিনায়ক বলেন, আমরা জানি উইকেট কেমন হবে। স্পিনাররাই সর্বোচ্চ সুবিধা পাবে। বাংলাদেশের স্পিনারদের সামলোনোই হবে বড় চ্যালেঞ্জ। তবে পেস বোলিংয়ে আমারা বাংলাদেশকে এর আগেও বহুবারই ঘায়েল করেছি। এবারও সেখানেই ভরসা রাখতে চাই।

তবে সেখানে সবচাইতে বড় বাঁধা মানছেন টাইগারদের বিশ্বসেরা সাকিব আল হাসানকে। বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়েও আলাদা কাজ করছেন তারা। বড় ব্রাথওয়েট বলেন, সাকিব আমাদের চিন্তার বড় কারণ। সবশেষ ওয়ানডে সিরিজেও সে সিরিজসেরা হয়েছিলো। তবে আমরা শুধু তার একার নয়, বরং গোটা দলের ব্যাটিং দূর্বলতা নিয়ে কাজ করেছি।

সিরিজ জয়ের জন্য ইতিবাচক শুরুকে গুরুত্বপূর্ণ বলছেন ক্রেইগ ব্রাথওয়েট। হেভিওয়েট রাকিম কর্নওয়ালকে রেখেছেন ট্রাম্পকার্ড হিসেবে। ক্যারিবিয়ান অধিনায়ক বললেন, রামিক কর্নওয়াল ব্যাটে কিংবা বলে পার্থক্য গড়ে দিতে পারে। প্রস্তুতি ম্যাচেও আমরা তার প্রমাণ দেখেছি। তবে দিনের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ। আমিসহ টপ অর্ডার যদি ভালো করতে পারি তবে এটা নিশ্চিত করছি সিরিজটা দারুণ হবে।

তবে কী শুরুতেই ব্যাটিং করার পরিকল্পনা উইন্ডিজের! সেইসঙ্গে টাইগারদের বিপক্ষে এর আগের পরিসংখ্যানকেও অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন দলটির এই টেস্ট ক্যাপ্টেন। 

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com