নিজের টানা তিন ওভারে তিন উইকেট। চট্টগ্রাম জহুর আহমেদের ব্যাটিং সহায়ক পিচে বল হাতে রীতিমত আগুন ঝরাচ্ছেন তানজিম হাসান সাকিব।
২১ বছর বয়সী এই পেসারের তোপে কাঁপছে শ্রীলঙ্কা। দারুণ শুরুর পর তারা ১৩ রানের মধ্যে হারিয়ে বসেছে ৩ উইকেট, তিনটিই সাকিবের শিকার।
শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভাঙতেই রীতিমত ঘাম ঝরছিল বাংলাদেশের। আভিস্কা ফার্নান্ডো আর পাথুম নিশাঙ্কা ঝোড়ো গতিতে রান তুলে যাচ্ছিলেন। অবশেষে তাদের ৫৯ বলে ৭১ রানের মারকুটে জুটিটি ভাঙেন তানজিম হাসান সাকিব।
সাকিব নিজের দ্বিতীয় আর ইনিংসের দশম ওভারে এসে আঘাত হেনেছেন। ৩৩ বলে ৩৩ করে আভিস্কা ফার্নান্ডো অনেকটা সুইং করে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ হয়েছেন।
নিজের পরের ওভারে আরেক সেট ব্যাটার পাথুম নিশাঙ্কাকেও ফিরিয়েছেন তানজিম সাকিব। এবার স্লিপে সৌম্য সরকার নিয়েছেন ক্যাচ। নিশাঙ্কা করেন ২৮ বলে ৩৬।
এরপর ১৪তম ওভারে আরও এক শিকার তানজিম সাকিবের। তার দুর্দান্ত এক ডেলিভারি সাদিরা সামারাবিক্রমা (৩) ডিফেন্ড করতে গিয়েও ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষকের হাতে। মুশফিকুর রহিম ঝাঁপিয়ে পড়ে নেন দারুণ এক ক্যাচ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। চারিথ আসালাঙ্কা ৪ আর কুশর মেন্ডিস ৯ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। ব্যাটিংবান্ধব পিচে টস জিতে ব্যাট নিতে ভুল করেনি লঙ্কানরা।
বাংলা৭১নিউজ/এসএইচ