শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

‘বর্ষাকালে বাড়তে পারে বিপদ’,উহানে থেকে ভারতীয় গবেষক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ১২৩ বার পড়া হয়েছে
চীনের হুবেই প্রদেশের উহান শহরে ১১ সপ্তাহের লকডাউন তুলে নেয়া হয়েছে।

বাংলা৭১নিউজ,ডেস্ক: করোনা সংক্রমণের মাঝে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কিন্তু ভয় না পেয়ে করোনার উৎসস্থল উহানে ছিলেন বেশ কয়েকজন ভারতীয়। প্রায় তিন মাসের যুদ্ধ শেষে মুক্তি পেয়েছে সেই উহান। এরপরই অভিজ্ঞতার কথা বললেন তাঁরা।

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অরুণজিৎ সাথরাজিত নামে এক গেবষক জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথা। একইসঙ্গে ভারত কীভাবে বাঁচতে পারে সেই পরামর্শও দিয়েছেন।

তিনি জানিয়েছেন, কড়া লকডাউনের মাঝে ছিলেন তিনি। ৭৩ দিন বেরোননি বাড়ি থেকে।। শুধু নিজের ল্যাবে গিয়েছিলেন সেটি বন্ধ করতে, তাও অনুমতি নিয়ে। এই কয়েকদিনে বিশেষ কথাও বলেননি কারও সঙ্গে। তিনি জানিয়েছেন, এত দিন এত কম কথা বলেছেন যে এখন যেন কথাই বেরচ্ছে না মুখ দিয়ে।

তিনি বারবার বলেছেন, করোনা ঠেকাতে সর্বোত্তম উপায় হল নিজেকে গৃহবন্দি রাখা। লকডাউন এবং সেলফ আইসোলেশনই বাঁচার একমাত্র উপায়।

চিন থেকে ভারতীয় সহ আরও বিদেশিদের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়া ২টি বিশেষ বিমান চিনে পাঠায়। ৭০০ জনকে ফিরিয়েও আনা হয়। তবে অরুণজিৎ ফেরেননি। তাঁর মনে হয়েছিল, খারাপ সময়ে এভাব পালিয়ে যাওয়া ভারতীয়ের কাজ নয়। তাছাড়া ভারতে রয়েছেন তাঁর বয়স্ক বাবা-মা, স্ত্রী, সন্তান। তাঁদেরও সংক্রমণের ভয় রয়ে যেতে পারে। তাই না ফেরার সিদ্ধান্তই নেন অরুনজিৎ।

মাইক্রোবায়োলজিস্ট তথা হাইড্রোলজিস্ট অরুণজিৎ বলেন,”দেশ জুড়ে লকডাউন জারি করে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে, বিপদ বাড়তে পারে বর্ষাকালে। সেইসময় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে, সমস্যা আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।”

তাঁর সঙ্গে একই ভাবে ১১ সপ্তাহের দীর্ঘ করোনাবন্দি জীবন কাটিয়েছেন আরও এক ভারতীয় বিজ্ঞানীও। তাঁর কথায়, “৭২ দিন নিজেকে ঘরে আটকে রেখেছি। আমার প্রতিবেশীদের ৩টি সন্তান রয়েছে। আমি এই সময়ের মধ্যে একদিনও বাড়ি থেকে বেরতে দেখিনি দেখিনি। বেঁচে আছি, এটা ভেবেই আমি আজ খুশি।”

তাঁদের দাবি, চিন করোনা ভাইরাস চিহ্নিত করতেই বড্ড দেরি করে ফেলেছে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অনেকেই এই ভাইরাসে সংক্রামিত হয়েছেন এবং তাঁদের মৃত্যু পর্যন্ত হয়েছে। ভারতীয় বিজ্ঞানীর কথায়, “ভাইরাসকে চেনা সহজ কাজ ছিল না। চিনাদের এতোটা সময় লাগল কারণ তাঁদের এমন ভয়াবহতা নিয়ে কোনও ধারনাই ছিল না।” আরও আগে উহানে লকডাউন হলে এভাবে বিশ্ব মহামারীর আকার ধারণ করতে পারত না বলেও মনে করেন তাঁরা।

অরুণজিৎ-কে তাঁর গবেষণার জন্য চিনের অনেক গ্রামীণ অঞ্চলে যেতে হয়েছে। তাঁর আশঙ্কা, প্রাণী থেকেই এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়েছে।

বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: কলকাতা অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com