সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিসিএসে বয়স বৃদ্ধিতে ১ সপ্তাহের আল্টিমেটাম দিল চিকিৎসকরা সপ্তাহে ১ দিন কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ ইসির দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের বিএনপি নেতার মৃত্যুর খবরে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির সুনামগঞ্জে সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিবিড় ও বন্ধুত্বপূর্ণ চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৫ পুলিশ হত্যা মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস মোটরসাইকেল দুর্ঘটনা রোধে বিআরটিএ’র ৭ আহ্বান ‘ইরানে হামলা চালালে এবার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হবে’ লন্ডনের সেই ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক উড়তে থাকা লিভারপুলকে আটকে দিল ইউনাইটেড চীনের পর মালয়েশিয়ায় মিললো এইচএমপিভি ভাইরাস, দ্রুত ছড়ানোর শঙ্কা মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো

বর্তমান মেয়াদে আরও ১৭ হাজার পুলিশ নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, পাবনা: বর্তমান মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই ৩৩ হাজার পুলিশ নিয়োগ করা হয়েছে। এ মেয়াদেই বাকি ১৭ হাজার পুলিশ সদস্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে।

আজ বৃহস্পতিবার পাবনার বেড়া মডেল থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে জঙ্গিরা দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা করেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনী রাজারবাগে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেভাবেই তারা ঘুরে দাঁড়িয়েছে। জঙ্গি দমনে পুলিশকে সহায়তা করতে আলেম-ওলামাসহ সাধারণ মানুষ এগিয়ে এসেছেন। সে জন্য আমরা জঙ্গি দমনে উত্তীর্ণ হতে পেরেছি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের জনবলের ঘাটতি রয়েছে। বর্তমান মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই ৩৩ হাজার পুলিশ সদস্য নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। এই মেয়াদেই বাকি ১৭ হাজার পুলিশ নিয়োগের মাধ্যমে ৫০ হাজার পুলিশ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে বেড়া শহীদ আবদুল খালেক স্টেডিয়ামে এসে পৌঁছান। এরপর তিনি বেড়া মডেল থানার চারতলাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন।

পাবনার পুলিশ সুপার আলমগীর কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাবনা-১ আসনের সাংসদ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ভারপ্রাপ্ত আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন ও পাবনা জেলা প্রশাসক (ডিসি) রেখা রাণী বালো। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেড়া পৌর কমিউনিটি সেন্টারে ‘জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

উপজেলা পরিষদ, পৌরসভা ও নাগরিক কমিটি বেড়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেড়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আবদুল বাতেন। অনুষ্ঠানে শামসুল হক টুকুসহ আরও অনেকে বক্তব্য দেন।

বাংলা৭১নিউজ/এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com