বরিশাল সেনানিবাসের লাইব্রেরিতে বই উপহার দিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ।
সম্প্রতি সেখানে এক অনুষ্ঠানে জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লার হাতে বই তুলে দেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বই উপহার দেওয়ার ফলে লাইব্রেরির সংগ্রহ আরও সমৃদ্ধ হবে। এটি সেনাসদস্যদের জন্য মূল্যবান সম্পদ হিসেবে কাজে দেবে।
মনিরুল ইসলাম বলেন, বিকাশ বিশ্বাস করে ব্যক্তিগত উন্নয়নের জন্য জ্ঞানের চর্চা গুরুত্বপূর্ণ। সামরিক লাইব্রেরিতে বই দেওয়ার মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের সৈনিকদেরই নয়, বরং পুরো সমাজকেই পড়াশোনা ও আত্মউন্নতির জন্য উৎসাহিত করতে চাই।
বাংলা৭১নিউজ/এসএইচ