বাংলা৭১নিউজ, ঢাকা : বিপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস ও রাজশাহী কিংস।
সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে ম্যাচটি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।
টানা ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে বরিশাল বুলস। ১০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।
অন্যদিকে ১০ ম্যাচ থেকে রাজশাহী কিংসের সংগ্রহ ১০ পয়েন্ট। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তারা।
রাজশাহীর সঙ্গে প্রথম দেখায় বরিশাল বুলস ১৯২ রান করে ৪ রানে জিতেছিল। সেদিন সেঞ্চুরি করেও (১২২ রান) দলকে জেতাতে পারেননি সাব্বির রহমান। আজ তারা পারবেন কী? সেটা জানতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।
তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে রাজশাহী কিংস ও বরিশাল বুলসের সম্ভাব্য একাদশ।
রাজশাহী কিংসের সম্ভাব্য একাদশ :
১. মুমিনুল হক
২. জুনায়েদ সিদ্দিক
৩. সাব্বির রহমান
৪. উমর আকমল
৫. সামিত প্যাটেল
৬. ড্যারেন স্যামি
৭. নাজমুল হাসান
৮. আবুল হাসান
৯. মোহাম্মদ সামি
১০. মেহেদী হাসান মিরাজ
১১. ফরহাদ রেজা।
বরিশাল বুলসের সম্ভাব্য একাদশ :
১. জসুয়া কব
২. ডেভিড মালান
৩. শাহরিয়ার নাফীস
৪. থিসারা পেরেরা
৫. মুশফিকুর রহিম
৬. রায়াদ এমরিট
৭. নাদিফ চৌধুরী
৮. আল-আমিন হোসেন
৯. তাইজুল ইসলাম
১০. আবু হায়দার রনি
১১. কামরুল ইসলাম রাব্বি।
বাংলা৭১নিউজ/এম