শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

বরিশালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ যুবকের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

বরিশাল নগরী ও গৌরনদী উপজেলায় পানিতে ডুবে তিন যুবক নিহত হয়েছেন। এরমধ্যে বরিশাল নগরীতে নদীতে ডুবে শাহিন খলিফা (৩৫) ও গৌরনদী উপজেলায় খালে ডুবে শিপন চাপরাশী (২৩) এবং পুকুরে ডুবে হৃদয় ফকির (২২) মারা যান।

শনিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে একজনের এবং শুক্রবার (৩০ জুলাই) অপর দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

শাহিন খলিফা বরিশাল সদর উপজেলার চরমোনাইন ইউনিয়নের বিশ্বাসেরহাট এলাকার মৃত আছমত আলী খলিফার ছেলে। অন্যদিকে শিপন চাপরাশী গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রামের হালিম চাপরাশীর ছেলে ও হৃদয় ফকির একই উপজেলার কটকস্থল গ্রামের মোসলেম ফকিরের ছেলে।

শাহিন খলিফার স্বজনরা জানান, বরিশাল নগরীর বেলতলা ফেরিঘাটের পন্টুন থেকে কীর্তনখোলা নদীতে পড়ে শুক্রবার দুপুর ২টা থেকে নিখোঁজ ছিলেন শাহিন। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালায়।

বরিশাল রিভার ফায়ার সার্ভিসের স্টেশনের ডুবুরি মোহাম্মদ আব্দুলাহ জানান, শাহিন খলিফার সন্ধানে শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত কীর্তনখোলা নদীতে তল্লাশি অভিযান চালানো হয়। তবে শাহিন খলিফার খোঁজ তখনও মেলেনি। শনিবার সকাল থেকে ফের তল্লাশি অভিযান শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

bari-1

ডুবুরি মোহাম্মদ আব্দুলাহ বলেন, ‘শাহিন খলিফা মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। এ কারণে জ্ঞান হারিয়ে তিনি নদীতে পড়ে গেলে আর সাঁতরে তীরে উঠতে পারেননি।’

শুক্রবার দিবাগত রাতে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্রামে ও তাঁরাকুপি গ্রামে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। এরমধ্যে হৃদয় ফকির টরকী বন্দর বেসরকারি জীবন বীমা পপুলার অফিসের কর্মচারী ছিলেন।

এদিকে, শুক্রবার রাতে তার মামা দুলাল মোল্লার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত ৮টার দিকে তাঁরাকুপি গ্রামের দুলাল মজুমদারের বাড়ির কাছে রাস্তায় পৌঁছলে মৃগী রোগী হৃদয় ফকির অসুস্থ হয়ে রাস্তার পাশের খালে পড়ে নিখোঁজ হন। পরে খালের পাশে তার পায়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনরা খুঁজতে থাকেন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে মুমূর্ষু অবস্থায় হৃদয় ফকিরকে উদ্ধার করেন। তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, উপজেলার বাউরগাতি গ্রামের শিপন চাপরাশী শুক্রবার রাত ৮টার দিকে নিজ বাড়ির পুকুরে ওজু করতে গিয়ে নিখোঁজ হন। রাত ৯টার দিকে তার বড় ভাই মামুন চাপরাশী পুকুরে হাত-পা ধুতে গিয়ে পায়ের স্যান্ডেল দেখে শিপনকে খোঁজাখুঁজি করেন। এরপর স্বজনরা রাত সোয়া ৯টার দিকে পুকুর থেকে শিপনের মরদেহ উদ্ধার করা হয়। শিপন চাপরাশী মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলা৭১নিউজ/বিএফ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com