বাংলা৭১নিউজ,(বরিশাল)প্রতিনিধিঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে থাকা আরেক রোগী মারা গেছেন। এ নিয়ে গত ৯ ঘণ্টায় দুই রোগী মারা গেলেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন বেদে যুবক লিটন (২৫) মারা যান।
তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতানী গ্রামের আবদুল সরদারের ছেলে। তিনি একজন বেদে ছিলেন বলে জানায় তার স্বজনরা।
মৃত যুবক গত ১৭ এপ্রিল রাত ৯টায় জ্বর-সর্দি এবং কাশিসহ করোনার উপসর্গ থাকা সত্ত্বেও তথ্য গোপন করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-৩ ওয়ার্ডে ভর্তি হয়।
করোনা উপসর্গ থাকায় ওই দিন রাত ১০টার দিকে লিটনকে করোনা ওয়ার্ডে আইসোলেশনে পাঠানো হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে রবিবার সকাল পৌনে ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে থাকা জাহাঙ্গীর হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় উপজেলায়।
জাহাঙ্গীরও করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। গত ১৮ এপ্রিল রাত ৯টা ৫০ মিনিটে তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।
বিকেল সাড়ে ৫টায় মৃত্যু হওয়া যুবকসহ দুজনেরই নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
এদিকে রবিবার বিকেল পর্যন্ত বরিশাল বিভাগে ৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২১ জন।
বাংলা৭১নিউজ/এফএস