বাংলা৭১নিউজ, ঢাকা: এক লেখকের দুটি উপন্যাসের দুই কপি বই বিক্রির অর্থ যাচ্ছে বন্যার্তদের সাহায্যে। লেখকের এক গুণগ্রাহী বইয়ের কপি দুটি কিনে নিয়েছেন ১ লাখ টাকায়।
আগামী ১২ আগস্ট বন্যাকবলিত এলাকায় এ টাকায় ত্রাণ বিতরণ করা হবে।
১ লাখ টাকায় দুই কপি বই কেনা ওই ব্যক্তি তার পরিচয় জানাতে চাননি। সাধারণত এত উচ্চমূল্যে ব্যক্তিগত আগ্রহে বই কেনার এই নজির দেশে বিরল। তিনি বলেন, ‘মহৎ কাজ কখনো ঢাক-ঢোল পিটিয়ে হয় না। বন্যাদুর্গতদের সাহায্যে কিছু করতে পেরেছি, এতে মনে তৃপ্তি পাচ্ছি।’
লেখক সাদাত হোসাইন বন্যাদুর্গতদের সাহায্যের জন্য তার লেখা ‘আরশিনগর’ ও ‘অন্দরমহল’ নামে দুটি বই বিক্রির মনোভাব ব্যক্ত করেন ফেসবুকে। অথচ সেই বই শেষ পর্যন্ত বিক্রি হয় ১ লাখ টাকায়।
‘লাইটার ইয়ুথ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর আগে থেকেই দেশের উত্তরাঞ্চলের বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করছিল। তারা দায়িত্ব নিয়ে এই টাকায় বন্যাকবলিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, যদি অন্যরাও এ কাজে এগিয়ে আসে, তাহলে এই কার্যক্রম আরো বড় পরিসরে করা সম্ভব।
সাদাত হোসাইন সোমবার সন্ধ্যায় বলেন, ‘চলতি বছরের একুশে গ্রন্থমেলায় ভাষাচিত্র প্রকাশন থেকে উপন্যাস দুটি প্রকাশিত হয়। মেলায় বই দুটি পাঠকমহলে নন্দিতও হয়।
তিনি আরো বলেন, ‘এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার উদ্দেশ্য ছিল- বই দুটির বিক্রিত মূল্য আর্তমানবতার সেবায় দান করব। এজন্য ভালো মূল্যে বইগুলো বিক্রি হয়েছে।’
তার সঙ্গে কথা বলে জানা যায়, লাইটার ইয়ুথ ফাউন্ডেশন বন্যাদুর্গত মানুষের সাহায্যের জন্য ‘একটু ত্রাণ হবে, ত্রাণ?’ নামে ফেসবুকে একটি ‘ইভেন্ট’ খোলে। এতে সবার প্রতি সাহায্য করার আহ্বান জানায় তারা। সাদাত হোসাইন এতে রোববার (৭ আগস্ট) নিজের লেখা বই দুটি বিক্রির ঘোষণা দেন। ঘোষণার একদিন পর (সোমবার) এক ব্যক্তি বই দুটির কপি কেনার আগ্রহ প্রকাশ করেন এবং তিনি ১ লাখ টাকায় বই দুটির কপি কিনে নেন।
লেখালেখির পাশাপাশি সাদাত হোসাইন বিজ্ঞাপনের কাজ করেন। তৈরি করেন নাটক, চলচ্চিত্র ডকুমেন্টারিসহ বিভিন্ন ভিডিও কন্টেন্ট। এ ছাড়া তার তৈরি করা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বোধ’ এবং ‘দ্য শুজ’ বিশ্বব্যাপী সাড়া ফেলেছে। ২০১৩ সালে লেখালেখি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ‘জুনিয়র ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেন সাদাত হোসাইন।
এদিকে ভাষাচিত্র প্রকাশনের কর্ণধার খন্দকার সোহেল বলেন, ‘বই দুটি প্রকাশনায় আমার সংশ্লিষ্টতা থাকায় আমি ধন্য। এটি একটি অভূতপূর্ব ঘটনা। তাই উচ্ছ্বাসটাও বেশি হচ্ছে।
বাংলা৭১নিউজ/সিএইস