তীব্র নাব্যসংকটের কারণে তিন মাস ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের ফেরি চলাচল। ভোগান্তিতে পড়েছেন কয়েক জেলার মানুষ। ভোগান্তি কমাতে ঘাটের ইজারাদার জৌকুড়া ঘাট থেকে দুই কিলোমিটার দুরে অস্থায়ী ট্রলার ঘাট তৈরি করে যাত্রী পারাপার করলেও নেই সংযোগ সড়ক। ঘাটে যেতে হচ্ছে ঘোরার গাড়ি অথবা হেঁটে।
এলাকাবাসী ও যাত্রীরা জানান, পদ্মায় তীব্র নাব্যসংকটের কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, পাবনা, ও সিরাজগঞ্জসহ বেশ কয়েকটি জেলার মানুষ পড়েছে বিপাকে। যাত্রীরা আরও জানান, এই নৌরুট দিয়ে যারা একবার পার হয় তারা আর এই নৌরুটে আসতে চায় না। ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে ঘাটে পৌঁছাতে। তা ছাড়া বাড়তি খরচ ও ভোগান্তি নিয়ে আসতে হচ্ছে ঘাটে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজবাড়ীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলছেন, পদ্মায় নাব্যসংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘাটটিকে সচল রাখতে কয়েকবার ঘাটের পল্টুন সরানো হয়েছে। জৌকুড়া নাজিরগঞ্জ নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। আশা করি, খুব দ্রুত ঘাট সচল করে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
বাংলা৭১নিউ্জ/এবি