কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় বঙ্গোপসাগরে নোঙর করে রাখা এলপিজি বহনকারী একটি লাইটারেজ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জানা গেছে, কুতুবদিয়ার কৈয়ারবিল পয়েন্টে নোঙর করা ‘সুফিয়া’ নামে এলপিজি বহনকারী একটি লাইটারেজ জাহাজে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে নৌবাহিনী ও কোস্ট গার্ডের কর্মকর্তারা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পর নাবিকরা দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে সাগরে লাফ দেয়। পরে সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/এসএকে