মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অস্ত্র মামলায় দণ্ড থেকে খালাস পেলেন মাওলানা নিজামী পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম সিআইএ’র চোখে ধুলো দিয়ে চে গেভারার ডায়েরি যেভাবে কিউবা পৌঁছেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে চলছে সাকরাইন উৎসব দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে সীমান্তে এখন কোন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদানে গোলাবর্ষণে নিহত অন্তত ১২০ ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা ‘দিল্লি থেকে গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না’ নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চায় না জাতিসংঘ ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার পাসপোর্ট কর্মকর্তা পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান, বদলে যেতে পারে অর্থনীতি কুয়েতকে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির স্বাধীন সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা দরকার : কামাল আহমেদ রিমান্ডে অসুস্থ কামরুল, নিয়ে আসা হয়েছে ঢামেকে বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার কোরিয়ার অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার চার মাসে সাড়ে ১৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ছাত্রজোট, পুলিশি বাধায় পথে সমাবেশ

বঙ্গবন্ধুর দর্শনের বিপরীতে কোন কাজ করবেন না: দুদক চেয়ারম্যান

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর আদর্শ শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে কাজে তার প্রতিফলন ঘটাতে হবে – জাতীয় শোক দিবস উপলক্ষে দুদকের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এ কথা বলেন।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আজ দুর্নীতি দমন কমিশনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কমিশনের সহকারী পরিচালক হতে তদূর্ধ্ব পর্যায়ের প্রায় তিন শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ তাঁর বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

দুদক চেয়ারম্যান মহান স্বাধীনতা সংগ্রামে বংবন্ধুর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, বাঙ্গালী জাতির প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল অকৃত্তিম ভালোবাসা ও বিশ্বাস। মানুষের প্রতি ছিল তাঁর অনেক দরদ। তাই, বিশ্বদরবারে বঙ্গবন্ধু নিজেকে সর্বদা শোষিত শ্রেনীর প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতেন। তিনি ছিলেন হিমালয়তূল্য বিশাল ব্যক্তিত্বের অধিকারী;তাঁর অসামান্য মর্যাদা ও দৃঢ়তার কথা আন্তার্জাতিক গণমাধ্যমগুলোও তুলে ধরেছিল। দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর অনমনীয় ও সুদৃঢ় অবস্থানকে সবাই স্বীকৃতি দিয়েছেন।

দুদক চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হলে তাঁর আদর্শকে লালন করতে হবে, বঙ্গবন্ধুকে শুধু আলোচনায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে ধারণ না করে তাঁর আদর্শকে অনুকরণ করে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্নক সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুস্মরণ করে দেশ গঠনে সকলে একসাথে কাজ করতে হবে।দুদক চেয়ারম্যান বঙ্গবন্ধুর দর্শনের বিপরীতে কাজ না করার জন্য সকলকে আহ্বান জানান।

দুদক কমিশনার মোঃ জহুরুল হক তার বক্তব্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার স্মৃতিচারণ করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কোন রাষ্ট্র প্রধানকে হত্যার পর খুনিদের ইনডেমনিটি দেওয়া হয়নি, কিন্তু বঙ্গবন্ধুর ক্ষেত্রে এটি হয়েছে।যদিও দেরিতে হলেও আমাদের সুপ্রিম কোর্ট তা বাতিল করে। এদেশে এ জঘন্য হত্যার বিচার হয়েছে এবং অপরাধীদের সাজা কার্যকর হয়েছে। তাঁর কন্যা পিতার খুনের বিচার নিশ্চিত করেছেন।

দুদক কমিশনার আরো বলেন, বঙ্গবন্ধু ৭৫ সালে দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলেছেন আমরা আজও একই কথা বলছি। তার উক্তি সমূহ আমরা সবাই জানি। তিনি আক্ষেপ করে বলেন আমরা বঙ্গবন্ধুর কথামত কাজ করি না, শুধু মুখে বলি।তিনি বলেন, বঙ্গবন্ধুর আত্মা তখনই শান্তি পাবে যখন আমরা তাঁর কথামত কাজ করব;দুর্নীতি দমনে দৃঢ়তার সাথে কাজ করব।

বিষয়ভিত্তিক আলোচনায় প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয় এর বক্তাগণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বঙ্গবন্ধু হত্যাকান্ডের আর্থ সামাজিক প্রভাব, বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া এবং দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু ও বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে আলোকপাত করেন ।

আলোচনা সভার শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও বঙ্গবন্ধুর পরিবারের জীবিত সদস্যদের দীর্ঘায়ু কামনা করে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/সূত্র: দুদক প্রেস রিলিজ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com