বাংলা৭১নিউজ,বগুড়া: জেলার কাহালু উপজেলার পতনজা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। নিহতের নাম জানা যায়নি।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম সিদ্দিকি জানান, পতনজা এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। হঠাৎ অজ্ঞাত সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে অজ্ঞাতনামা এক সন্ত্রাসী গুরুতর আহত হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বাংলা৭১নিউজ/সিএইস