বাংলা৭১নিউজ, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ধানক্ষেতে থেকে অজ্ঞাত চার ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিবগঞ্জ উপজেলার ডাবইর গ্রামের পাশে ধানক্ষেত থেকে সোমবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা চারটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদ মাহমুদ খান জানান, লাশগুলোর হাত পেছনে বাঁধা এবং গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলা৭১নিউজ/জেএস