বইমেলার পাশাপাশি শীর্ষ কয়েকটি অনলাইন বুকশপ থেকে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আগামী ২৯ ফেব্রুয়ারি, অমর একুশে বইমেলা চলা পর্যন্ত এই ক্যাম্পেইনে গ্রাহকরা প্রথমা, বইফেরী, ওয়াফিলাইফ, সেলিম প্রকাশনী, কাব্যিক অডিওবুক ও পডকাস্ট থেকে বই কেনার সময় বিকাশ পেমেন্টে এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
ক্যাশব্যাক পেতে হলে গ্রাহককে বিকাশ অ্যাপ, *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ে (চেক আউট পেমেন্ট, টোকেনাইজ পেমেন্ট) ব্যবহার করে পেমেন্ট করতে হবে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই (https://www.bkash.com/campaign/bookfair-online) লিংকে।
এদিকে, বইমেলায় গিয়ে বই কেনার সময় বিকাশ অ্যাপে “MELA24” কুপন কোড যোগ করে পেমেন্টে মিলবে ১০% ডিসকাউন্ট সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। একইভাবে ইউএসএসডি (USSD)-এর মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত।
বাংলা৭১নিউজ/এসএইচ