রাজধানীর বংশালে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বংশালের ২ নম্বর আরমানিটোলার একটি রাসায়নিক গুদামে সোমবার সকাল ৯টার ২০ মিনিটে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ