বাংলা৭১নিউজ,সিলেট অফিস: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমানের বাবা-মা ও মামাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার দুপুরে সিলেটের জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট-৩এর আদালতের বিচারক হরিদাস কুমার তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর পূর্বে হামলাকারী ফয়জুর দশ দিনের পুলিম রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।
আদালত সূত্র জানায়, ড. মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলা ঘটনায় সিলেটের জালালাবাদ থানা পুলিশের হাতে আটক থাকা ফয়জুরে পিতা হাফিজ আতিকুর রহমান, মা আমিনা বেগম ও মামা ফয়জুল ইসলামকে কঠোর নিরাপত্তা বলয়ের মাধ্যমে হাজির করা হয় সিলেটের জজ আদালতে। এর পূর্বে ড. জাফর ইকবালের উপর হামলা ঘটনা মামলায় আটক করা হয় ফয়জুরের মা –বাবা ও মামাকে। এর পর ঐ মামলায় তাদেরকে আসামি দেখিয়ে আটক করা হয়। যার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার তাদেরকে আদালতে হাজির করা হয় এবং প্রত্যেকর বিরুদ্ধে ৭ দিন করে পুলিম রিমান্ডের আবেদন করা হয়।
আদালতে শুনানী শেষে ফয়জুরের মায়ের দুই দিন, বাবা ও মামার ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশের পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম তিন জনকেই জিজ্ঞাসাবাদের জন্য পুরিশ হেফাজতে নেন।
উল্লেখ্য, গত ৩রা মার্চ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মুক্তমঞ্চে প্রফেসর ড. জাফর ইকবালের উপর হামলা চালিয়েছিল ক্যাম্পাসের পাশ্ববর্তী শেখপাড়া গ্রামের মাদ্রাসা পড়–য়া ফয়জুর রহমান ফয়জুর। পরে শিক্ষক ও ছাত্ররা তাকে গণপিঠুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় ফয়জুরকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
বাংলা৭১নিউজ/জেএস