বাংলা৭১নিউজ,সিলেট অফিস: জনপ্রিয় লেখক ও শাবিপ্রবির অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুরের বাবা ও মামাকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। ৫ দিনের রিমান্ড শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার তাদেরকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
গত ১১ মার্চ ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান ও মামা ফজলুর রহমানকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষ হওয়ায় বৃহস্পতিবার তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।
এছাড়া, ফয়জুরের মা মিনারা বেগমের দুই দিনের রিমান্ড শেষ হওয়ায় মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়। আর ফয়জুলের ১০ দিন এবং তার ভাই এনামুলের ৮ দিনের রিমান্ড চলছে।
বাংলা৭১নিউজ/জেএস