শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

ফেসবুক, গুগল থেকে বিজ্ঞাপন প্রত্যাহার করবে নিউজিল্যান্ডের কোম্পানিগুলো

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৭২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলা ও সেই হামলার দৃশ্য সরাসরি সম্প্রচারের প্রতিবাদে ফেসবুক ও গুগল থেকে বিজ্ঞাপন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের বড় বড় কিছু ব্রান্ড। এমন সিদ্ধান্ত নিয়েছে এএসবি, লোটো এনজেড, বার্গার কিং, স্পার্ক সহ আরো বেশ কিছু কোম্পানি। নিজেদের মতো করে এ ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে যেসব কোম্পানি তার মধ্যে রয়েছে কিউইব্যাংক।

শুক্রবার হামলার পর ওইদিন বিকেল থেকেই এ দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ডিজিটাল বিজ্ঞাপন স্থগিত করেছে তারা। হামলা সরাসরি সম্প্রচার করার কারণে যে মানসিক ক্ষতি হয়েছে তার বিরুদ্ধে একত্রিতভাবে অবস্থান নিয়েছে তারা। সপ্তাহান্তে বিভিন্ন কোম্পানির মার্কেটিং ম্যানেজাররা এ জন্য কথা বলেছেন। তারা আলোচনা করেছেন কিভাবে তাদের শিল্পে পরিবর্তন আনা যায়। বিজ্ঞাপনের বিষয়ে কি সিদ্ধান্ত নেয়া যায় তা নিয়ে কথা বলেছেন।

এ খবর দিয়েছে অনলাইন নিউজিল্যান্ড হেরাল্ড।

এতে বলা হয়েছে, ফেসবুক ও গুগল থেকে এসব কোম্পানি তাদের ডিজিটাল বিজ্ঞাপনগুলো কতদিন প্রত্যাহার করে নেবে, নাকি একেবারেই বাতিল করে দেবে সে বিষয়টি এখনই স্পষ্ট নয়।

ফেসবুক ও গুগল থেকে ডিজিটাল বিজ্ঞাপন প্রত্যাহার করা বা স্থগিত রাখার ঘটনা এটাই প্রথম নয় নিউজিল্যান্ডে। শিশুদের ওপর যৌন নিপীড়ন সংক্রান্ত একটি ভিডিও ইউটিউবে প্রচার করা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয় এর আগে। এ জন্য কয়েক সপ্তাহ আগে ইউটিউব থেকে নিজেদের সব রকম বিজ্ঞাপন প্রত্যাহার করে নেয় স্পার্ক কোম্পানি।

কয়েক বছর আগে দেখা যায় কিউই বা নিউজিল্যান্ডের অনেক ব্রান্ড তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেয়। এর কারণ তারা দেখতে পায় তাদের বিজ্ঞাপন প্রচাপর করা হচ্ছে উগ্রপন্থি কনটেন্টের সঙ্গে।

এ অবস্থায় সোমবার নিউজিল্যান্ডের শিল্প সংক্রান্ত সংস্থা এসোসিয়েশন অব নিউজিল্যান্ড এডভারটাইজারস (এএনজেডএ) এবং কমার্শিয়াল কমিউনিকেশনস কাউন্সিল যৌথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানায় যে, তারা যেন নিশ্চিত করেন কোনোই ভয়াবহ ঘটনা যেন আর সরাসরি সম্প্রচার করা না হয়।

এনএনজেডএ প্রধান নির্বাহী লিন্ডসে মোউয়াত বলেছেন, নিউজিল্যান্ডের কোম্পানিগুলোর বিবেচনা করা দরকার যে তারা কোথায় তাদের বিজ্ঞাপনের অর্থ খরচ করবে।

উল্লেখ্য, প্রতি বছর নিউজিল্যান্ডের বিভিন্ন কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপন প্রচার করে ফেসবুক ও গুগল কয়েক কোটি ডলার আয় করে। ইন্টারঅ্যাকটিভ এডভারটাইজিং ব্যুরোর সর্বশেষ তথ্যে বলা হয়েছে, ২০১৭ সালে সার্চ-ভিত্তিক বিজ্ঞাপনে নিউজিল্যান্ডের কোম্পানিগুলো খরচ করেছে ৬৫ কোটি ৯৫ লাখ ডলার।

কনজার্ভেটিভের এক হিসাবে বলা হয়েছে, এই অর্থের মধ্যে শতকরা ৯০ ভাগ গেছে গুগলে। এর অর্থ হলো এই কোম্পানিটি শুধু নিউজিল্যান্ডে বিজ্ঞাপন থেকে আয় করেছে কমপক্ষে ৫০ কোটি ডলার।

 বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com