বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

ফেরেশতাদের সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৫০ বার পড়া হয়েছে

মানুষের প্রতিষ্ঠিত ধারণা হলো, ফেরেশতারা অনিন্দ্যসুন্দর এবং তাদের বিপরীতে শয়তান খুবই কুৎসিত। মানুষ কথায় কথায় বলে, ফেরেশতার মতো সুন্দর এবং শয়তানের মতো কুৎসিত। প্রাগৈতিহাসিক যুগ থেকে এই বিশ্বাস মানুষের  বদ্ধমূল। পবিত্র কোরআনে মানুষের এই বিশ্বাসের বিবরণ এভাবে এসেছে, ‘যখন তারা তাঁকে (ইউসুফ আ.) দেখল, তখন তারা তার গরিমায় অভিভূত হলো এবং নিজেদের হাত কেটে ফেলল।

তারা বলল, অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য। এ তো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। ’ (সুরা : ইউসুফ, আয়াত : ৩১)

ইমাম কুরতুবি (রহ.) বলেন, মানুষ ফেরেশতাদের চোখে না দেখলেও বলে, ‘এ তো ফেরেশতার মতো সুন্দর। ‘ তারা এটা বলে হয়তো তাদের ধারণা অনুসারে। অথবা কোরআন-হাদিসে তাদের পূতঃপবিত্র জীবনের যে বর্ণনা এসেছে তার ভিত্তিতে তারা এমনটি বলে থাকে। (তাফসিরে কুরতুবি : ৯/১৮৩)

পবিত্র কোরআনে ফেরেশতাদের দেহাবয়ব সম্পর্কে ইরশাদ হয়েছে, ‘তাকে শিক্ষা দান করে শক্তিশালী, প্রজ্ঞাসম্পন্ন (ফেরেশতা)। সে নিজ আকৃতিতে স্থির হয়ে ছিল। ’ (সুরা : নাজম, আয়াত : ৫-৬)

উল্লিখিত আয়াতে ব্যবহৃত ‘জু-মিররাতিন’ শব্দের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘যে দেখতে সুন্দর’। কাতাদাহ (রহ.) বলেন, ‘দীর্ঘ ও সুন্দর দেহের অধিকারী’। (তাফসিরে ইবনে কাসির)

আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন, ‘মিররা’ শব্দ দ্বারা বিপদ-আপদ, বাহ্যিক ও অভ্যন্তরীণ ত্রুটি থেকে সুস্থ ও নিরাপদ থাকাকে বোঝায়, যা ব্যক্তির শারীরিক গঠনের সৌম্য ও সৌন্দর্যকে আবশ্যক করে। (ইগাসাতুল লাহফান : ২/১২৯)

উল্লিখিত ব্যাখ্যা দ্বারা বোঝা যায়, ফেরেশতারা সাধারণভাবে সৌন্দর্যের অধিকারী। তাদের আল্লাহ সুঠাম ও কান্তিময় অবয়বে সৃষ্টি করেছেন। কিন্তু কোরআন-হাদিসের বর্ণনায় এটাও এসেছে যে কোনো কোনো ফেরেশতাকে আল্লাহ ভীতিপ্রদ অবয়বে গঠন করেছেন। এমন চেহারাই তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সহায়ক। যেমন—জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মমহৃদয়, কঠোরস্বভাব ফেরেশতারা, যারা অমান্য করে না তা, যা আল্লাহ তাদের আদেশ করেন। আর তারা যা করতে আদিষ্ট হয়, তা-ই করে। ’ (সুরা : তাহরিম, আয়াত : ৬)

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন কোনো অবিশ্বাসী বান্দা পার্থিব জীবন শেষ করে পরকালীন জীবনের মুখোমুখি হয়, তখন তার কাছে কালো চেহারাবিশিষ্ট ফেরেশতা অবতীর্ণ হয়। ’ (মিশকাতুল মাসাবিহ, হাদিস : ১৬৩০)

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com