শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গুলশানে দুইজনকে গলাকেটে হত্যা আজ মধ্যরাতে ইন্টারনেট সেবা ৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে বেঁচে আছেন হিজবুল্লাহ প্রধান দেড় ঘণ্টা অপেক্ষা করে হোটেলে ফিরেছেন শান্তরা ইসির ৩৫ কর্মকর্তাকে বদলি-পদায়ন নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ জাতিসংঘে ড. ইউনূসের ভাষণ, যা বললেন ডুজারিক ভারত নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না: জামায়াত আমির ‘পানি বেড়ে তলিয়ে গেছে রাস্তাঘাট, অনেক কষ্টে আছি’ সাইবার মামলায় গ্রেফতার না করতে বলা হয়েছে: নাহিদ জান্তা সরকারের সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ বাবা-মা দগ্ধ কী কারণে অভিনেত্রী উর্মিলার ৮ বছরের সংসার ভাঙছে? সাতক্ষীরায় ৭০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৩০ হাজার পরিবার রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, সেনাবাহিনীর হাতে আটক ৩ সেনা কর্মকর্তা তানজিম হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলের দফায় দফায় হামলা সাবেক প্রতিমন্ত্রী দারাসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস আজ সুশাসন প্রতিষ্ঠায় জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণের বিকল্প নেই

ফেনীতে রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার চেষ্টা

ফেনী প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনীর ফাজিলপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে স্লিপারের রিং স্পাইক (ক্লিপ) খুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে তিনজনকে ধাওয়া করেন দায়িত্বরত আনসার সদস্যরা।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ নাশকতার চেষ্টা চালানো হয়।

আনসার সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে টহল দিচ্ছিল কয়েকজন আনসার সদস্য। এসময় তিনজনকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের স্লিপারের ক্লিপ খুলতে দেখেন তারা। তখন তারা ওই তিনজনকে ধাওয়া করেন। তবে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে ১২টি স্লিপারের ক্লিপ খোলা দেখতে পান আনসার সদস্যরা। তারা বিষয়টি জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ানকে জানান। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।

ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান বলেন, বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তিনজনকে ধাওয়া করেন। ঘটনাস্থলে টহল বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফাজিলপুর রেলস্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, ১২টি স্লিপারের ক্লিপ খোলায় ট্রেন চলাচলে অসুবিধা হবে না। তবুও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ফেনী রেলস্টেশন মাস্টার মো. হারুন ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ক্লিপ খোলার বিষয়টি জিআরপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com