বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ : রিজওয়ানা হাসান সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনবে না সরকার অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া ২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফেনীতে বই পেল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা

ফেনী প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

২০২৫ সালের প্রথম দিনে ফেনীতে প্রাথমিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা সব বই পেলেও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হয়নি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ছাপানো জটিলতায় মাধ্যমিকে এখন পর্যন্ত চাহিদার ১ দশমিক ২৬ শতাংশ বই এসেছে। 

এছাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনো আসেনি। নতুন শিক্ষাবর্ষে দেরিতে বই পাওয়া নিয়ে অভিভাবকরা শঙ্কা প্রকাশ করলেও কর্তৃপক্ষ বলছে চলতি মাসেই শিক্ষার্থীদের হাতে উঠবে নতুন বই।

জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্যমতে, ফেনীতে মাধ্যমিক ও মাদরাসায় মোট শিক্ষার্থী ৩ লাখ ৬৬ হাজার ৮৭৮ জন। ২০২৫ শিক্ষাবর্ষে বইয়ের মোট চাহিদা ৩৭ লাখ ৩২ হাজার ৭৭৬টি। কিন্তু ফেনীতে এখন পর্যন্ত বই এসেছে ৪৭ হাজার ৪০০টি। 

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ফেনী সদরে মাধ্যমিকে ৯ম শ্রেণির তিনটি বিষয় করে ৩৪ হাজার ৫০০টি বই ও দাখিলে ৭ম শ্রেণির ১২ হাজার ৯০০টি বই এসেছে। এছাড়া সোনাগাজী উপজেলায় মাধ্যমিকে ৯ম, ১০ম শ্রেণির দুইটি বিষয়ে (বাংলা, গণিত) ২৫ হাজার ৮০০টি বই ও দাখিলে ৭ম শ্রেণির তিনটি বিষয়ে (বাংলা, গণিত, ইংরেজি) ৮ হাজার ৪০০টি বই এসেছে। 

মিজানুর রহমান নামে এক অভিভাবক বলেন, মেয়ে নতুন কারিকুলামে নবম শ্রেণিতে পরীক্ষা দিয়ে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। এবার বছরের মাথায় আবার এটি বাদ হয়ে আগের কারিকুলাম শুরু হচ্ছে। যেখানে মাত্র এক বছর পড়েই এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে। তারমধ্যে বছরের শুরুতে বই পাচ্ছে না। সবমিলিয়ে সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি।

সানজানা নামিরা নামে শাহীন একাডেমির দশম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, বারবার কারিকুলাম পরিবর্তনে সবচেয়ে ক্ষতির মুখে পড়তে হয়েছে। শিক্ষাবর্ষের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যদি সিলেবাস প্রণয়ন করা হয় তাহলে আমাদের জন্য কিছুটা হলেও সুবিধা হবে। সংশ্লিষ্ট দপ্তর যদি বিষয়গুলো গুরুত্ব দেন আমরা উপকৃত হবো। 

এ প্রসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা শফি উল্ল্যাহ বলেন, এবার আনুষ্ঠানিকভাবে বই উৎসব হচ্ছে না। এখন পর্যন্ত ফেনী সদর ও সোনাগাজী উপজেলায় কিছু বই এসেছে। জেলায় চাহিদার সম্পূর্ণ বই আসতে আরও প্রায় দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে। 

এদিকে মাধ্যমিকের মতো এবার প্রাথমিকেও এখনো শতভাগ বই আসেনি বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিকে জেলায় মোট বরাদ্দকৃত বইয়ের সংখ্যা ৫ লাখ ৬৬ হাজার ৫৭৬টি। তারমধ্যে এখন পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শতভাগ বই এসেছে। এছাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেণির চাহিদার ৩ লাখ ১৬১টি বই এখনো আসেনি। 

জেলার পরশুরাম উপজেলার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পড়ুয়া সন্তানের বই নিতে আসেন ফরিদা সুলতানা। তিনি বলেন, বছরের প্রথমদিনে নতুন বই নিয়ে সবার বাড়তি আগ্রহ থাকে। সেজন্য ছেলের সঙ্গে নিয়ে  বিদ্যালয় থেকে সব বিষয়ের নতুন বই পেয়েছি। বিগত বছর নানা দুর্যোগের মধ্য দিয়ে সময় পার করেছি। আশাকরি ভালোভাবে নতুন বছরটি কাটাতে পারব। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শতভাগ বই এসেছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইও শিগগিরই আসবে। এবার বই বিতরণ নিয়ে কোনো আনুষ্ঠানিকতা নেই। শিক্ষার্থীরা সরাসরি বিদ্যালয় থেকে বই সংগ্রহ করছে।

এদিকে সকাল থেকে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন বই পেয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। আবার অনেকে বই না পেয়ে ফিরেছেন মলিন মুখে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com