রবিবার, ১৬ জুন ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কোরবানির পশুর গাড়ি আটকে চাঁদাবাজি : ৫ পুলিশ সদস্য বরখাস্ত আড়াই লাখ মানুষকে ফিরিয়ে দিলো সৌদি আরব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট এখনো কমেনি রাঙ্গামাটিতে ব্জ্রপাতে নিহত ৪ টাঙ্গাইলে জোড়া খুন; জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন সরে গেছে মিয়ানমারের যুদ্ধজাহাজ, বিস্ফোরণের শব্দও আসছে না যেকোনও সময় পড়ে যেতে পারে মোদি সরকার: খাড়গে নৌপথে নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে কোস্টগার্ডের টহল তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত, ডুবে গেছে ফসলি জমি শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৭৬তম সভা অনুষ্ঠিত ডরিনের পাশে যারা ছিলেন তাদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে ১৩ নির্দেশনা সিলেটে ১৩ ট্রাক ভারতীয় চিনি জব্দ মালয়েশিয়ায় অ্যাথলেটিক্সে বাংলাদেশের সোনা জয় পদ্মা সেতুতে একদিনে পৌনে ৫ কোটি টাকার টোল আদায় বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আজারবাইজানের প্রতি আহ্বান ঈদ উপলক্ষ্যে ৮ হাজার আউটলেটে জিপি স্টারদের জন্য বিশেষ সুবিধা হাট ঘুরে ক্রেতা বিক্রেতাদের খোঁজ-খবর নিলেন মেয়র হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়ার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর বাসার লিফটে কর্মকর্তাকে মারধর

ফেনীতে খালেদার গাড়িবহরে হামলা–ভাঙচুর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ১৪১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ফেনী: ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজারগামী গাড়িবহরের নয়টি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় সংবাদমাধ্যমের সাতটি গাড়িও ভাঙচুর করা হয়। এতে ২০-২৫ জন আহত হয়েছেন।

আজ বিকেলে পৌনে ৫টার দিকে ফেনীর লালপুর নামক স্থানে একটি হোটেলের সামনে খালেদা জিয়ার বহরের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় সেখানে বিএনপির নেতারা ছাড়াও গণমাধ্যমকর্মীরা ছিলেন।

এ ঘটনার সময় খালেদা জিয়া ফেনী শহরে প্রবেশ করেননি। কিছু গাড়ি বহরের আগে এসে ওই হোটেলে দুপুরের খাবার খেয়েছেন।

পরে একই জেলার ফতেহপুরে বিএনপি চেয়ারপারসনের বহরের আরো সাতটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় একাত্তর টিভি, জিটিভি ও ডিবিসি টিভি, প্রথম আলো ও ডেইলি স্টারের গাড়িও ভাঙচুর করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির একটি গাড়িও ভাঙচুর করা হয়।

d303e3d9ced997ce2b9bd69ee699cd56-59f485c429988

লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ইট-পাটকেল ছুড়ে এসব গাড়ি ভাঙচুর করা হয়। এসব গাড়ির মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর গাড়ি রয়েছে।

লালপুরে হোটেল সেভেন স্টারের সামনে হঠাৎ করেই কিছু দুর্বৃত্ত আসেন। একপর্যায়ে কথাকাটির জের ধরে তারা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় সেখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল তাদের শান্ত করার চেষ্টা করেন। হঠাৎ করেই অন্য প্রান্ত থেকে বেশ কয়েকজন এসে লাঠিসোটা নিয়ে আক্রমণ চালালে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির সামনের অংশ ভেঙে যায়। এ সময় সেখানে থাকা বহরের অন্য গাড়িগুলো দ্রুত সরিয়ে নেন সংশ্লিষ্টরা।

এদিকে উত্তেজনার সংবাদ পেয়ে আরো কিছু দুর্বৃত্ত সেখানে আসেন। পরিস্থিতি এড়াতে সেখানে থাকা বিএনপির নেতারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে চৌদ্দগ্রামে ঢিল ছুঁড়লে চ্যানেল আইয়ের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে মহিপাল নামক স্থানে বৈশাখী টিভির একটি গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে।

2855e22b2c99605b0b6cc5ec8060d9fe-59f46d1feed84

এর আগে সকাল পৌনে ১১টার দিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে সড়ক পথে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ চট্টগ্রাম পৌঁছে সেখানকার সার্কিট হাউজে অবস্থান করবেন বিএনপি নেত্রী। যাত্রাপথে দুপুরে ফেনীর সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে রওনা দিয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছাবেন রাতে। রোববার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন তিনি। রোববার কক্সবাজার সার্কিট হাউজে অবস্থান করে সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বিএনপি প্রধান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়িবহরে হামলা প্রসঙ্গে অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা এ হামলা-ভাঙচুর চালিয়েছে। তিনি অবিলম্বে সরকার দলীয় সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।’

বিএনপির মহাসচিব জানিয়েছেন, খালেদা জিয়া তার এই সফরে প্রায় ১০ হাজার শরণার্থীকে ত্রাণ দেবেন। এর আগে ২০১২ সালে কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লীতে হামলা ও ভাঙচুরের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কক্সবাজারে যান খালেদা জিয়া।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com