শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব কমিশনের দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন

ফেনীতে এক মাস ধরে বন্ধ জনশক্তি কার্যালয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১ মে, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(ফেনী)প্রতিনিধিঃ করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি দফতর খোলা রাখার বিষয়ে কঠোর নির্দেশনা থাকলেও ফেনীতে বন্ধ রয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। ঊধ্বর্তন কর্তৃপক্ষের উদাসীনতায় এক মাসেরও বেশি সময় তালাবদ্ধ রয়েছে শহরের মহিপাল সংলগ্ন এ প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর সরকারি দফতরগুলো জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা রাখার নির্দেশ দেয়া হয়। কিন্তু ব্যতিক্রম ফেনী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। শহরের মহিপাল পেট্রোল পাম্প সংলগ্ন মিয়াজী বাড়ি সড়কের কার্যালয়টি বন্ধ রাখা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এ দফতরের সহকারী পরিচালক নিজাম উদ্দিন। গ্রামের বাড়ি মিরসরাই উপজেলায় হলেও সপরিবারে থাকেন চট্টগ্রাম শহরে। সাধারণ ছুটি ঘোষণার পর তিনি চট্টগ্রামের বাসায় চলে যান। ওই অফিসের হিসাব রক্ষক নুর হোসেন নোয়াখালীতে গ্রামের বাড়ি আর জরিপ কর্মকর্তা আবদুল হামিদ রয়েছেন শহরের নাজির রোডের বাসায়। গত ১৮ এপ্রিল নিজাম উদ্দিন ফেনী এসে কিছুদিন অবস্থান করে ফের চট্টগ্রামে চলে যান।

তবে জনশক্তি কার্যালয় বন্ধ রাখা ও অন্যত্র অবস্থানের বিষয় অস্বীকার করেন সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন। তার দাবি, সুরক্ষার জন্যই তিনি পরিবারের সঙ্গে রয়েছেন। মাঝে মাঝে অফিস খুলছেন।

তবে হিসাব রক্ষক নুর হোসেন ও জরিপ কর্মকর্তা আবদুল হামিদ গত এক মাসের বেশি সময় জনশক্তি অফিস বন্ধ থাকার বিষয়টি অকপটে স্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, কর্মসংস্থান ও জনশক্তি কর্যালয় বন্ধ এমনকি কর্মকর্তাদের কর্মস্থলে না থাকার বিষয়টি তিনি অবগত নন।

জনশক্তি, কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আতাউর রহমান জানান, দাফতরিক কার্যক্রম বন্ধ রাখা ও কর্মস্থল ছেড়ে অন্যত্র অবস্থানেরর কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলা৭১নিউজ/এফএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com