বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল -যশোর মহাসড়কের দু‘পাশে বেনাপোল বাজারের ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ।
আজ সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নাভারন হাইওয়ে পুলিশ ফুটপাত ও সড়ক’র ওপর থেকে অবৈধ আড়াই শতাধিক দোকান উচ্ছেদ করেছে ।
যানজট কমাতে বেনাপোল পৌরসভা কয়েক কোটি টাকা খরচ করে সড়কের পাশে সর্বসাধারণের চলাচলের জন্য ফুটপাত নির্মাণ করে। সেই ফুটপাত’র ওপর নানা সবজি, চা পান, মাংস, ফল, হাড়ি পাতিল, বিস্কুটের দোকান বসানো হয়েছে। এমনকি হোটেলের রান্না পর্যšত করা হয় ফুটপাতে। ফুটপাদ দখলে থাকায় মানুষ চলাচলে বাধা গ্রস্থ হয়ে আসছিল।
মাঝে মধ্যে ভ্যান, প্রাইভেটকার , ইজিবাইক ও মোটরসাইকেল চালতে দেখা যায় ফুটপাত দিয়ে। ক্রমেই ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাত ছাড়াও প্রধান সড়কের দু‘পাশের একাংশ দখল করে সকাল থেকে গভীর রাত পর্যšত কাঁচাবাজার বসিয়ে চুটিয়ে ব্যবসা করে যাচ্ছেন। ফলে দূরপাল্লার যানবাহনসহ আমদানিকৃত পণ্যবাহী ট্রাক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃস্টি হচ্ছিল।
নাভারন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) পলিটন মিয়া বলেন, বেনাপোল পৌর শহরের ফুটপাত ও সড়ক পথচারী চলাচলে উপযুক্ত না হওয়া পর্যšত এ অভিযান চলবে। সড়কে থাকা ফুটপাত দখলের কারণে যানজট নিত্যদিনের সংগী ছিল। এছাড়াও মহাসড়কে নছিমন,করিমন সহ তিন চাকার কোন অবৈধ যানবহন চলাচল করতে দেওয়া হবে না বলে তিনি জানান
উচ্ছেদ হওয়া ফুটপাতে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, তারা বিভিন্ন সরকারি-বেসরকারি এনজিও থেকে টাকা লোন করে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। উচ্ছেদ অভিযানে তাদের পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।
বাংলা৭১নিউজ/জেএস