বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উচ্ছ্বাস-উল্লাসে নতুন বছর উদযাপন পুলিশের জ্যাকেট পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ! স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি নতুন বছরে দেশবাসীর জন্য তারেক রহমানের বার্তা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শামীমের লড়াই, তবু খুলনার কাছে হার চট্টগ্রামের দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় নিলামের পণ্য কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করতে আরেকবার যুদ্ধে অংশ নিতে হবে ৫৫ বছরে বাগদান সারলেন সোহেল তাজ, জানা গেল পাত্রীর পরিচয় পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার, করা যাবে না নাচ-গান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০ গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিব ও জাতীয় চার নেতার ম্যুরাল

ফিল্মি কায়দায় ডাকাতি, ৫ মিনিটে ৩৫০ ভরি স্বর্ণ লুট

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ১৪২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, গাজীপুর: গাজীপুরে এক স্বর্ণের দোকানে ফিল্মি কায়দায় স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। হাতবোমা ফাটিয়ে মাত্র ৫ মিনিটে লুট করা হয়েছে ৩৫০ ভরি স্বর্ণ।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইয়াকুব আলী সুপার মার্কেটের সঙ্গীতা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। স্বর্ণের ওই দোকানে ডাকাতিকালে কমপক্ষে ১৫-২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এ সময় ডাকাতদের মারধরে দোকান মালিকের ছেলে সুব্রত দাস (৩২), কর্মচারী নয়ন (৩০), বোমার স্প্লিন্টারের আঘাতে ট্রাকচালক সাগর ও হেলপার সাজু আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ডাকাতরা মার্কেটের সামনে মহাসড়কের ওপর একের পর এক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়ক ও আশপাশের দোকানগুলো মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়।

দোকানে বসে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, ৮ জনের পিস্তলধারী ডাকাতদল ওই জুয়েলারিতে প্রবেশ করে। তারা তাকে, দোকানের দুই নারী ক্রেতা ও চার কর্মচারীর বুকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ফেলে। পরে তারা সেলফে সাজিয়ে রাখা স্বর্ণালঙ্কার লুট করে। এ সময় লুটেরাদের দুজন দোকানের সিন্দুক ভাঙার চেষ্টা করে।

দোকান মালিক শঙ্কর চন্দ্র দাস জানান, তার দোকান থেকে কমপক্ষে ৩৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে।

তিনি বলেন, তার ছেলেসহ চার কর্মচারী দোকানে ছিল। এসময় বাধা দিতে গেলে তার ছেলে সুব্রতকে মারধর করা হয়। প্রায় পাঁচ মিনিটের মধ্যে মালামাল স্বর্ণাঙ্কার লুট করে ময়মনসিংহের দিকে পালিয়ে যায় তারা।

দোকান পরিদর্শনে যাওয়া শ্রীপুর থানার এসআই হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে।

বাংলা৭১নিউজ/পিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com