সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান জানিয়েছেন তারা রান তাড়া করতে চান।
টি-টোয়েন্টিতে দারুণ বছর
ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আয়ারল্যান্ডের পর আজ আফগানিস্তানের পর জিতলেই বছরে সবগুলো টি-টোয়েন্টি সিরিজ জেতার রেকর্ড গড়বে বাংলাদেশ। এর আগে বছরে সবগুলো সিরিজ জেতার কোনো রেকর্ড নেই লাল সবুজের দলের। শুধু তাই নয় আফগানদের বিপক্ষেও প্রথম সিরিজ জয়ের রেকর্ড হবে।
আত্মবিশ্বাসী হৃদয়
এই সিরিজের পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে লম্বা বিরতিতে যাবে দল। পরবর্তী খেলা ২০২৪ সালের শুরুতে। প্রথম ম্যাচে ২ উইকেটে জয়ের পর সিরিজ জয়েও আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তাওহীদ হৃদয়। ‘এই টাইপের ম্যাচ যার সঙ্গে জিতি না কেন, আত্মবিশ্বাস সব ক্রিকেটারকে দেবে। এই রকম ম্যাচ কমই হয়, আমি মনে করি।’
চোখে চোখ রেখে জিততে চান শরিফুল
গতকাল সারাদিন সস্ত্রীক ঘোরাফেরা আর খাওয়া-দাওয়ার ব্যস্ত থাকা শরিফুল ইসলাম যেন আরও এক কাঠি সরেস। বিকেলে সংবাদমাদ্যমে পাঠানো ভিডিও বার্তায় জানিয়েছেন চোখে চোখ রেখে লড়াই করতে নামবে বাংলাদেশ।
‘আসলে র্যাঙ্কিং তো এখন ম্যাটার করে না। টি-টোয়েন্টিতে বিশেষ করে, ১২০ বলের খেলা; বলা যায় না কখন কার দিকে চলে যায়। যতই আফগানিস্তান র্যাঙ্কিংয়ে আমাদের উপর থাকুক না কেন, আমরাও লড়াই করতে নামব। তাদের চোখে চোখ রেখে চেষ্টা করব, দেখা যাক কি হয়।’
বাংলা৭১নিউজ/এসএইচবি