বুধবার, ২৬ জুন ২০২৪, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নেপালে বজ্রসহ ভারী বৃষ্টি, দুই দিনে ২০ জনের মৃত্যু হিন্দু সেজে ২৩ দিন পাহাড়ের মন্দিরে ছিলেন ফয়সাল-মোস্তাফিজ তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মসম্পাদন চুক্তি আরও এক বছর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব থাকছেন তোফাজ্জল রাশিয়া-চীন-ভারতসহ উন্নত দেশ থেকে সমরাস্ত্র কেনা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক তারেককে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা চলমান: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি থেকে ফয়সাল-মোস্তাফিজ গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, বিস্ফোরিত মাঝ-আকাশেই তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা মাইন সদৃশ বোমা উদ্ধার ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ঠিকানায় পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম শাখা মেডিক্যাল কলেজে পড়াশোনার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ সালিশদারকে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ মন্ত্রীর

ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ৬ মে, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ি আজ সোমবার (৬ মে) দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে সংবাদদাতাদের পাঠানো খবরে থাকছে বিস্তারিত-

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)

সকাল সাড়ে ১১ টায় বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হত্যাযজ্ঞ বন্ধসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাকৃবি শাখা ছাত্রলীগ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে পদযাত্রা করে। 

বাকৃবি শাখা ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রাটি শুরু হয়ে দেবদারু রোড, টিএসসি এবং উপাচার্যের বাসভবনের সামনের সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের সামনে বাংলাদেশের পতাকার সঙ্গে স্বাধীন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ এবং সাধারণ সম্পাদক  মো. মেহেদী হাসান। এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন অনুষদ ও বর্ষের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী  উপস্থিত ছিলেন। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)

নিরিহ ফিলিস্তিনদের উপর নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে ন্যায্যতা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে বেরোবি ছাত্রলীগ। এসময় তারা বিশ্বব্যাপী শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন। এতে নেতৃত্ব দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)

বেলা ১১টার দিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জাবি শাখা ছাত্রলীগ পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে। পরিবহন চত্ত্বর থেকে তাদের পদযাত্রাটি শুরু হয়ে ডেইরি গেইট থেকে ঘুরে কেন্দ্রীয় খেলার মাঠে এসে শেষ হয়। পদযাত্রা শেষে শাখা ছাত্রলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিতিতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়।

পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সভায় জাবি ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বক্তব্য প্রদান করেন। 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা (নোবিপ্রবি)

ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে নোবিপ্রবিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এসময় তারা ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করে।

শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন থেকে শুরু হয়ে পদযাত্রাটি কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। এ কর্মসূচিতে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ছাত্র সমাবেশ থেকে ফিলিস্তিনের মানবিক দিক বিবেচনা করে নোবিপ্রবিতে টিউশন ফি মওকুফ ও বৃত্তির ব্যবস্থা করে সে দেশের মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানায় নোবিপ্রবি ছাত্রলীগ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com