রাজধানীর ফার্মগেটে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টা ৩৫ মিনিটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বেলা ২টা থেকে বিভিন্ন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা ফার্মগেটের সড়ক অবরোধ করে রাখে। এ সময় কোনো যানবাহন চলাচল করতে দেয়নি তারা। এমনকি পুলিশ, সাংবাদিক কিংবা জরুরি যানবাহনও চলাচল আটকে রাখেন শিক্ষার্থীরা।
বেলা ২টা ৩৫ মিনিটের দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা হাতে লাঠি নিয়ে ধাওয়া দেয় শিক্ষার্থীদের। এ সময় শিক্ষার্থীরা পাল্টা আক্রমণের চেষ্টা চালায়। তবে শেষ মুহূর্তে শিক্ষার্থীরা পালিয়ে চলে যায়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়৷
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘একশন একশন ডাইরেক্ট একশন’, ‘রাজপথ রাজপথ ছাত্রলীগের দখলে’ স্লোগান দিতে থাকেন।
বাংলা৭১নিউজ/এসএম