সোমবার, ১৭ জুন ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির কোরবানির গরু ছিটকে নদীতে, আনতে গিয়ে ডুবে প্রাণ গেলো কৃষকের সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’ ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া রাখাইনের নিয়ন্ত্রণ হারানোর পথে মিয়ানমার সেনাবাহিনী বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় সোমবার বরিশালে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

ফাইনালে দুপুরে ভারতের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। অপরাজিত থেকেই ফাইনালের টিকিট পেয়েছে মারিয়া মান্ডা-মনিকারা। অবশ্য দল কম হওয়ার কারণে লিগ পদ্ধতিতে খেলা হয়েছে। সেখানে নেপাল, ভুটান ও ভারতকে হারিয়ে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশের কিশোরীরা। লিগ পর্বে ভারতকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী মেয়েরা।

সেই আত্মবিশ্বাস নিয়েই আজ দুপুর ২টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচটি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বাংলা টিভি। আর গ্যালারি থাকবে সকলের জন্য উন্মুক্ত। সকলকে খেলা দেখতে আমন্ত্রণ জানাতে গেল তিনদিন ধরে কমলাপুর স্টেডিয়ামের আশ-পাশের এলাকায় করা হয়েছে মাইকিং।

ঘরের মাঠে খেলা। তার উপর আশা করা হচ্ছে দর্শক সমাগম হবে। আরো একটি সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। সেটা তারা কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। নিজেদের সেরাটা দিয়ে খেলেই সাফের শিরোপা জিততে চায় বাংলাদেশ। যেমনটা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডা, ‘আমরা আগের তিনটা ম্যাচ জিতেছি। আজ আমাদের ফাইনাল। আমরা ভালো খেলার চেষ্টা করব। আমাদের সামর্থের সবটুকু দিয়ে খেলব। ভারত শক্তিশালী, আমরা তাদের হারিয়েছি। আমরা প্রথমেই লিড নিতে চাই। গত তিন ম্যাচেও শুরুতেই আমরা গোল তুলে নিয়েছি। ফাইনালে আমাদের লক্ষ্য থাকবে ১৫ মিনিটের মধ্যেই গোল আদায় করে নেয়ার। আগের ম্যাচগুলোতে যা-ই হয়েছে সেসব মাথায় রাখতে চাই না। ফাইনালে আমরা সেরাটা খেলব। ট্রফি জিতে আমরা সাবিনাকে উৎসর্গ করব।’

বাংলাদেশ দলের কোচ ছোটন বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচে জয়ের জন্য নামব। আমাদের মেয়েরা সেভাবেই খেলেছে। তারা প্রত্যেকটা ম্যাচে প্রথম থেকে ৯০ মিনিট পর্যন্ত দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা করেছে। আগের তিন ম্যাচে যেভাবে খেলেছি, ফাইনালেও সেভাবেই খেলতে চাই। আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হতে চাই না। স্বাভাবিক খেলাটা খেলে এবং সুযোগ কাজে লাগাতে চাই। ভারত শক্তিশালী দল হলেও ওদের চেয়ে আমরা কোন অংশে পিছিয়ে নেই।’

এদিকে ভারতের কোচ কোচ মায়মল রকি জানিয়েছেন লিগ পর্বে ভালো করতে না পারলেও ফাইনালের জন্য তারা প্রস্তুত, ‘আমরা আমাদের দলকে ফাইনালের জন্যই তৈরি করে এনেছি। এটা ঠিক যে লিগপর্বে ভালো করতে পারিনি। আশা করি ফাইনালে ভালো করবে দল। ফাইনালের জন্য আমরা প্রস্তুত।’

ভারতের অধিনায়ক বন্যা কবিরাজ বলেন, ‘লিগপর্বে বাংলাদেশের বিপক্ষে আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে পারিনি। ফাইনালে খেলব। এটা ঠিক যে গত ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তবে ফাইনালে অবশ্যই আমরা ভালো খেলব।’

বাংলাদেশ দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার তহুরা খাতুন এবং সাজেদা খাতুন ইনজুরিতে। অবশ্য ফাইনালের আগে তহুরা পুরোপুরি খেলার জন্য ফিট। তবে সাজেদার চোট এখনও সারেনি। ফাইনালে তার খেলার সম্ভাবনা নেই।

ঘরের মাঠে, চেনা পরিবেশে ও দর্শকদের সামনে ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা তাদের সাফল্যের পাখায় আরো একটি জ্বলজ্বলে পালক যুক্ত করবে সেটাই প্রত্যাশা সবার।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com