ফরেস্টার পদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বন অধিদপ্তর। ২১ নভেম্বর অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ ২০২০ ও ৩ আগস্ট ২০২০ তারিখে ফরেস্টার পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ফরেস্টার পদের লিখিত পরীক্ষা হবে ১৭ ডিসেম্বর ২০২২ বেলা ১২টায়।
রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (আগারগাঁও) এই নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষা হবে বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৯-এর ‘তফসিল-২’ অনুযায়ী।
লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে প্রার্থীদের বর্তমান ঠিকানায় পাঠানো হয়েছে। কোনো প্রার্থী প্রবেশপত্র না পেয়ে থাকলে লিখিত পরীক্ষার ২ দিন আগে লিখিত আবেদন করে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই পরীক্ষায় কোনো যোগাযোগ যন্ত্র ও ক্যালকুলেটর আনা যাবে না। কলম, পেন্সিল ও স্কেল নিয়ে আসতে হবে।
এই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ধাপে ফরেস্টার পদে ৩২ জন নিয়োগ দেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এআর