বাংলা৭১নিউজ, ফরিদপুরপ্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়–য়াকান্দি গ্রামে মঙ্গলবার দিবাগত মধ্যে রাতের দিকে একটি বাড়ীতে ডাকাতির ঘটনায় ডিসকভারী মটর সাইকেল ও ডাকাতির লুন্ঠিত মালামালসহ ৪ ডাকাতকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, মঙ্গলবার দিবাগত মধ্যেরাতের দিকে মধুখালী উপজেলার আড়–য়াকান্দি গ্রামে সুনিল মুজমদারের বাড়ীতে একদল ডাকাত হানা দেয়। এসময় তারা নগদটাকা, স্বর্নলংকার ও একটি মটরসাইকেল ডাকাতি করে পালানোর সময় স্থানীয় জনতা কামাল শেখ নামে এক ডাকাতকে আটক করে। পরে তার কথা মতো এ ঘটনায় জরিত রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে আরো তিন ডাকাতকে আটক করা হয়। এরা হলেন আজিজুল মৃধা, সাদ্দাম হোসেন ও দুলাল প্রামানিক। তিনি জানান, তাদের কাছ থেকে ডকাতির নগদ টাকা, একটি ১৫০ সিসি ডিসকভারী মটর সাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতি করার জন্য দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করে পুলিশ।
বাংলা৭১নিউজ/জেএস