বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: দেশের উত্তর অঞ্চলের পানি কমতে শুরু করলেও এখন বাড়তে শুরু করেছে মধ্যে অঞ্চলে নদ-নদীর পানি। গত কয়েক দিন ধরে ফরিদপুরের নি¤œা অঞ্চলে পানি প্রবেশ করছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, গত ১২ ঘন্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ১৬ সে.মিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ২০ সে.মিটার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে। জেলার পদ্মা, আড়ীয়াল খা, কুমার ও মধুমতি নদীতে পানি বিপৎসীমার ওপরে রয়েছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, পদ্মার পানিই বাড়ছে। এখন পযন্ত জেলায় বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি ।
তিনি বলেন, দেশের উত্তর অঞ্চলের পানি নেমে যাওয়ায় এখন মধ্যে এবার মধ্যে অঞ্চলের ওই পানি আসতে শুরু করেছে। এই কারনে ফরিদপুর অঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি এখন বিপৎসীমার উপরে রয়েছে।
ফরিদপুর সদর উপজেলার ডিক্রীর চর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পাল জানান, আমার ইউনিয়নটি পদ্মা নদী বেষ্টিত এই কারনেই এখন চার দিকেই পানি প্রবেশ করেছে। তিনি বলেন, মানুষের প্রাণ হানির ঘটনা না ঘটলেও জীবন যাত্রায় ব্যাপস সমস্যায় পড়ছে এই ইউপির মানুষগুলো।
মিলন পাল বলেন, পানির কারনে ধানের বীজ তলা অধিকাংশই তলিয়ে গেছে।
বাংলা৭১নিউজ/জেএস