বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ : রিজওয়ানা হাসান সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনবে না সরকার অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া ২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফরিদপুরের গ্রামে গ্রামে ঘুরছে আলোর ফেরিওয়ালারা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” শ্লোগানের বাস্তবায়নে তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ দিতে ফরিদপুরের গ্রামে গ্রামে ঘুরছে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আলোর ফেরিওয়ালারা। যা থেকে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগসহ চার ধরনের সেবা নিয়ে উপকৃত হচ্ছে গ্রাম গঞ্জের মানুষ।

স্থানীয়দের দাবী গ্রামে গ্রামে এসে সেবা প্রদান করায় হয়রানি হতে হচ্ছেনা তাদের, একই সাথে রেহাই পাচ্ছেন বাড়তি খরচের হাত থেকেও। পবিস, ফরিদপুর মনে করেন, আগামী জুন মাসের মধ্যে ফরিদপুরকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনতে সরকারের যে পরিকল্পনা রয়েছে, তা পুরণে বিশেষ ভুমিকা রাখবে আলোর ফেরিওয়ালা কার্যক্রম।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যুতের তার, মিটার আর সরঞ্জামাদি ভ্যান করে নিয়ে গ্রামে গ্রামে হাক ডাক ছেড়ে বেড়াচ্ছেন আলোর ফেরিওয়ালা নামে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মীরা। গ্রামের পথে প্রান্তরে হাক ডাক ছেড়ে বেড়ানো বিদ্যুতের ফেরিওয়ালারা দ্রুত বিদ্যুত সংযোগ, দ্রুত বিদ্যুৎ বিভ্রাটের সমাধান, মোবাইল সেবাকেন্দ্র ও মোবাইল অভিযোগ কেন্দ্র হিসেবে কাজ করছেন।

ফেরিওয়ালাদের হাক ডাক শুনে ভ্যানের কাছে ছুটে আসছে গ্রামের মানুষ, জানাচ্ছেন বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার কথা, নিচ্ছেন সেবা।

চরভদ্রাসনের ভাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের আম্বিয়া বেগম জানান, মাইকিং শুনে রাস্তায় গিয়ে বিদ্যুতের আবেদন জানাই এরপর তারা ৪৬০ টাকা নিয়ে ঘরে বিদ্যুতের সংডোগ দিয়ে যায়।

একই গ্রামের আব্দুর রশিদ মোল্লা জানান, দ্রুত সংযোগ প্রদান করায় আমরা খুশি। অফিসে যাওয়া সময় বাঁচলো, খরচ বাচলো আবার হয়রানিও হতে হলো না।

ফেরিওয়ালাদের নিকট থেকে দ্রুত বিদ্যুৎ সংযোগ পেয়েই বিদ্যুতের সদ্ব্যাবহার করছেন তারা। বিদ্যুতের সংযোগ তাদের জীবনযাত্রার মানে পরিবর্তন আনবে বলে দাবী তাদের। বন্দনা রানী বলেন, আমি সেলাই কাজ করি, ঘরের মধ্যে অন্ধকার থাকায় কাজ করতে সমস্যা হয়, অপরদিকে রাতে কাজ করতে পারিনা। এখন বিদ্যুতের সংযোগ পাওয়ায় দিনরাত কাজ করতে পারছি। এতে পরিবারের স্বচ্ছলতা আসছে।

এলাকার সচেতন মানুষেরা মনে করেন, এ ধরনের আয়োজন সরকারের উন্নয়ন অগ্রযাত্রার নিদর্শন। ঘরে বসেই বিদ্যুত পাওয়া ছিল কল্পনাতীত। হাজীডাঙ্গী গ্রামের মো. আয়ুব আলী মন্ডল বলেন, বার বার অফিসে গিয়ে ধরণা দিয়ে এই সংযোগ নিতে একদিকে সময় ও অর্থের অপচয় হতো। অপরদিকে কিছু দালালরাও সাধারণ মানুষকে দ্রুতসংযোগ দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিত, যার অবসান ঘটবে। একই সাথে আলোর ফেরিওয়ালাদের চারটি সেবা প্রদানের মধ্যে আটকে না রেখে বিল সংগ্রহসহ অন্যান্য সেবা প্রদানের ব্যাবস্থা গ্রহনের দাবী তাদের।

ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান জানান, প্রধানমন্ত্রীর শ্লোগানের বাস্তবায়নে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনার ফরিদপুরে প্রাথমিকভাবে আলোর ফেরিওয়ালা নামে ১০টি ভ্যানে গ্রামে গ্রামে বিদ্যুৎ সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে। গ্রাহকের দোর গোড়ায় গিয়ে এ সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের সাথে সরাসরি সম্পর্ক সৃষ্টি হওয়ায় মধ্যসত্ত্বভোগীদের অবসান ঘটবে। ফলে থাকবেনা দূর্ণীতি ও অনিয়ম, সর্বোচ্চ সেবা পাবে গ্রাহক। তিনি আরো বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে আমরা ফরিদপুর জেলাকে শতভাগ বিদ্যুতায়নের জেলা ঘোষনা করতে যাচ্ছি, যার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে আলোর ফেরিওয়ালা কার্যক্রম।

এ জেলায় ২০০৮ সাল পর্যন্ত বিদ্যুত গ্রাহকের সংখ্যা ছিল ৮৫ হাজার ২৫২টি, বর্তমান সরকারের বিগত দুই মেয়াদে (১০ বছরে) নতুন গ্রাহক সংখ্যা দুই লক্ষ ২৪ হাজার চারশটি বেড়ে বর্তমানে রয়েছে তিন লাখ নয় হাজার ৬৫২জন গ্রাহক। প্রবৃদ্ধির হার ৩৪৭ শতাংশ। আর গত এক সপ্তাহে আলোর ফেরিওয়ালারা নতুন বিদ্যুত সংযোগ প্রদানসহ প্রায় পাঁচশ গ্রাহকের সমস্যার সমাধান করেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com