বাংলা৭১নিউজ,(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩৫ জন। দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে গেছে।
শনিবার (১৩ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন নারী একজন পুরুষ রয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ খায়রুল আনাম জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।
বাংলা৭১নিউজ/এফআর