ঢাকার কাছে সাভারে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন রোহানুর রহমান রোহান (১৭) নামে এক এসএসসি শিক্ষার্থী। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রেদওয়ানসহ আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার এ্যাসেড স্কুলের পাশে মুড়িমটকা চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রোহান সাভারের উলাইল কর্ণপাড়া মহল্লার ব্যবসায়ী আব্দুস সোবানের ছেলে ও স্থানীয় রোদেলা কিন্ডারগার্টেন স্কুলের এসএসসি পরীক্ষার্থী।
প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার রোহান সাভারের ব্যাংক কলোনী মুড়িমটকা চায়ের দোকানের সামনে গেলে প্রেম সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তার বন্ধু টিকটক হৃদয় ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। এতে হাতাহাতির এক পর্যায়ে রাশিদ খান ও হৃদয় রোহানের বুকে ছড়িকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় রোহানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এমএস