বাংলা৭১নিউজ,ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪-এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ৬১টি জেলা থেকে ৯ হাজার ৭৬৭ জন নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘদিন স্থগিত থাকার পর চলতি বছর ২০ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়। চারটি ধাপে সারা দেশের ৬১টি জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৩ লাখ প্রার্থী আবেদন করলেও তার মধ্যে প্রায় সাড়ে ৭ লাখ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হন।
গত ৮ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ জুলাই থেকে ১৫ আগস্ট মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল দেখতে ক্লিক করুন।
বাংলা৭১নিউজ/সূত্র: প্রথম আলো