রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাদারীপুরে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ লাদাখের অংশ নিয়ে ২ নতুন কাউন্টি ঘোষণা চীনের, প্রতিবাদেই সীমাবদ্ধ ভারত জুবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক, ২৫ জানুয়ারি সম্মেলনের ঘোষণা হাসপাতালে প্রবীর মিত্র, অবস্থা গুরুতর হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা ৮টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি মস্কোর গণঅধিকারের ফারুক হাসানের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বনানীতে চিরনিদ্রা গেলেন অভিনেত্রী অঞ্জনা মাদারীপুরে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা তৈরি পোশাক রপ্তানির ছয় মাসে প্রবৃদ্ধি ১৩.২৮ শতাংশ সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক কাশ্মিরে ভারতীয় তিন সেনা নিহত চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু পুনরায় চালুর অপেক্ষায় সেতাবগঞ্জ চিনিকল, খুশি স্থানীয়রা ‘পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে, সে চেষ্টা অব্যাহত রয়েছে’ তারেক রহমানের ৪ মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল দেশব্যাপী অভিযানে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ বিয়ে করেছেন তাহসান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দম্পতি নিহত আগামী নির্বাচন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন : জোনায়েদ সাকি

প্রাণীর প্রতি সহানুভূতিশীল, কে এই মহেশ্বরী?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ১৭৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: অভিনেত্রী ঈশানিয়া মহেশ্বরী সেই ১৫ বছর বয়সে বলিউডে পা রেখেছিলেন। তাঁকে দেখে মনে হয়, যেন মেকআপ নেন না। কিন্তু তাঁর স্টাইল চোখে পড়ার মতো। প্রমাণ করা যাবে, তিনি প্রাণীদের ভালোবাসেন, বিশেষ করে কুকুর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রাণীদের নিয়ে প্রচুর পোস্ট দিয়েছেন।

তেলেগু ইন্ডাস্ট্রি থেকে আসা আবেদনময়ী নারীদের অন্যতম ঈশানিয়া। নামিদামি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়েছেন। সেলকন মোবাইলস, ফানটা, চন্দ্রিকা আয়ুর্বেদিক সাবানসহ বেশ কয়েকটি পণ্যের বিজ্ঞাপন করেছেন তিনি।

ফিটনেস সচেতন মহেশ্বরী। ছবি : ইনস্টাগ্রাম

অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার ও অজয় দেবগনের মতো মহাতারকাদের সঙ্গে কাজ করেছেন বর্ষীয়ান পরিচালক-প্রযোজক কে সি বোকাডিয়া। ‘রকি’ দিয়ে এবার পরিচালক হিসেবে তামিল ছবিতে অভিষেক হচ্ছে তাঁর।

‘রকি’ ছবিটি বোকাডিয়ার নিজেরই হিট ছবি ‘তেরি মেহেরবানিয়ান’-এর অনুপ্রেরণায় নির্মাণ করা হচ্ছে। ওই ছবিতে রকি ও শেরু নামে দুই কুকুরকে অসাধারণ ভূমিকায় দেখা গিয়েছিল। ‘রকি’ চলচ্চিত্রে পুলিশের ভূমিকায় অভিনয় করবেন শ্রীকান্ত আর তাঁর প্রেয়সীর ভূমিকায় অভিনয় করবেন ঈশানিয়া মহেশ্বরী।

কে সি বোকাডিয়া প্রযোজিত ‘তেরি মেহেরবানিয়া’ মুক্তি পায় ১৯৮৫ সালে। পরিচালনা করেছিলেন বিজয় রেড্ডি। অভিনয় করেছিলেন অমরেশ পুরি, জ্যাকি শ্রফ, পুনম ধীলন।

প্রাণীর প্রতি সহানুভূতিশীল মহেশ্বরী। ছবি : ইনস্টাগ্রাম 

৫০টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন বোকাডিয়া। তিনি একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তামিল চলচ্চিত্র অঙ্গন আমার খুব প্রিয়। কারণ এই ইন্ডাস্ট্রির লোকজন খুবই নিয়মনিষ্ঠা মেনে চলে। চেন্নাইয়ে আমার প্রচুর হিন্দি ছবির শুটিং হয়েছে। সে কারণে এখানে দীর্ঘদিন কাটিয়েছি। আমার প্রথম তামিল ছবি পরিচালনা করছি, খুব উত্তেজিত আমি।’

কুকুরের প্রতি মহেশ্বরীর যেহেতু আলাদা প্রেম আছে, তাই ‘রকি’ মনপ্রাণ দিয়েই করবেন।

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ঈশানিয়া মহেশ্বরী অভিনীত তেলেগু ছবি ‘পেইগাল জাক্কিরাথাই’। এ ছবিটি সে সময় সুপারহিট হয়। আগামী বছর মুক্তি পাবে তাঁর অভিনীত ‘কিয়া মাস্তি কিয়া ধুম’। সূত্র : আজ কি খবর

বাংলা৭১নিউজ/বিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com